অদ্ভুত
অদ্ভুত এই পৃথীবির
অদ্ভুত সব মানুষ,
অদ্ভুত সব নীতিমালা
আর অদ্ভুত সব ফানুস।
অদ্ভুত কিছু কাজের ভিতরে
অদ্ভুত কিছু কারণ,
অদ্ভুত কিছু ফলাফল
আর অদ্ভুত কিছু বারণ।
অদ্ভুত কিছু কবিতার ভিতর
অদ্ভুত কিছু ছন্দ,
অদ্ভুত কিছু ফুলের ভিতর
অদ্ভুত কিছু গন্ধ।
অদ্ভুত এক দৃশ্যের ভিতর
অদ্ভুত এক ছবি,
অদ্ভুত এই কবিতার আমি,
অদ্ভুত এক কবি।
অদ্ভুত সব মানুষ,
অদ্ভুত সব নীতিমালা
আর অদ্ভুত সব ফানুস।
অদ্ভুত কিছু কাজের ভিতরে
অদ্ভুত কিছু কারণ,
অদ্ভুত কিছু ফলাফল
আর অদ্ভুত কিছু বারণ।
অদ্ভুত কিছু কবিতার ভিতর
অদ্ভুত কিছু ছন্দ,
অদ্ভুত কিছু ফুলের ভিতর
অদ্ভুত কিছু গন্ধ।
অদ্ভুত এক দৃশ্যের ভিতর
অদ্ভুত এক ছবি,
অদ্ভুত এই কবিতার আমি,
অদ্ভুত এক কবি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবব্রত সান্যাল ২৯/০৯/২০১৫ভাবনাটা ভালো , লেখার ষ্টাইলটাও। আরেকটু গুছিয়ে লিখতে হবে। খুব ভালো হবে।
-
সুহেল ইবনে ইসহাক ২৯/০৯/২০১৫Opurbo
-
শমসের শেখ ২৮/০৯/২০১৫অনেক সুন্দর হয়েছে
-
শাহাদাত হোসেন রাতুল ২৭/০৯/২০১৫বেশ লিখেছেন কবি বন্ধু ।।
-
ফয়সাল শাহ ২৭/০৯/২০১৫Line guli khubi sundor
-
পরশ ২৭/০৯/২০১৫ভাই আপনার সবই তো অদ্ভুত। ভালো হয়েছে, ছন্দ আছে।
-
আব্দুল মান্নান মল্লিক ২৭/০৯/২০১৫ভালো লিখেছেন