ছন্দহীন
ছন্দহীন জীবনের অভিন্ন এক পথযাত্রি আমি,
কোথায় আছি,যাব বা কোথায় তাহা না জানি!
কি হবে, আর হওয়ার বা কি আছে?
যা হওয়ার তাই হয়েছে,তা ভেবে কি
আর লাভ আছে!
রাত পোহাবার অপেক্ষায় আছি,
জানিনা আদৌ ও এ রাত পোহাবে কিনা
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
কোথায় আছি,যাব বা কোথায় তাহা না জানি!
কি হবে, আর হওয়ার বা কি আছে?
যা হওয়ার তাই হয়েছে,তা ভেবে কি
আর লাভ আছে!
রাত পোহাবার অপেক্ষায় আছি,
জানিনা আদৌ ও এ রাত পোহাবে কিনা
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুলুক আহমেদ ২৫/১১/২০১৫Nice
-
সুব্রত সামন্ত (বুবাই) ১৪/১১/২০১৫sundar.
-
আব্দুল মান্নান মল্লিক ২৭/০৯/২০১৫বেশ লিখেছেন কবি।
-
মোঃ মুসা খান ২৬/০৯/২০১৫ham
-
সবুজ আহমেদ কক্স ২৬/০৯/২০১৫দারুন