প্রকৃতি
নিস্তব্দ রাত্রি বেলায়,
জোনাকিরা আলো ছড়ায়.
নীলেরা ফেরে নীড়ে
অন্ধকার ঢেলে দিয়ে.
চাঁদ সেতো গল্প করে,
কালো মেঘেদের সাথে.
আলো ছায়ারা খেলা করে,
ঐ তালে সবুজ পাতারা নাচে.
তারাগুলো মিটমিট হাসে,
অন্ধকার আরো ঘনিয়ে আসে.
বাতাস গেয়ে ওঠে গান,
মধুর সুরে আনন্দ ছলে.
নদীর স্রোত সেতো বেড়ে গিয়ে,
ছল ছলিয়ে ওঠে.
মনে হয় যেনো নদী নুপুর পায়ে,
মেঠো পথে হেটে যায়.
আর আমি বসে ভাবি
রাতের এই অর্পূব প্রকৃতি.
জোনাকিরা আলো ছড়ায়.
নীলেরা ফেরে নীড়ে
অন্ধকার ঢেলে দিয়ে.
চাঁদ সেতো গল্প করে,
কালো মেঘেদের সাথে.
আলো ছায়ারা খেলা করে,
ঐ তালে সবুজ পাতারা নাচে.
তারাগুলো মিটমিট হাসে,
অন্ধকার আরো ঘনিয়ে আসে.
বাতাস গেয়ে ওঠে গান,
মধুর সুরে আনন্দ ছলে.
নদীর স্রোত সেতো বেড়ে গিয়ে,
ছল ছলিয়ে ওঠে.
মনে হয় যেনো নদী নুপুর পায়ে,
মেঠো পথে হেটে যায়.
আর আমি বসে ভাবি
রাতের এই অর্পূব প্রকৃতি.
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নাজমুল হাসান ২৮/০৯/২০১৫সুন্দর। কবিকে শুভেচ্ছা।
-
এম আই মাসুম ২৬/০৯/২০১৫nice
-
ফয়সাল শাহ ২৬/০৯/২০১৫Sundor hoye cha
-
নাসিফ আমের চৌধুরী ২৬/০৯/২০১৫ভালো লাগল
-
এইচ আই হাবীব ২৬/০৯/২০১৫ভালো লাগলো ।