সেই ইস্কুল
দিনগুলো ছিল স্বপ্নের মতো,
কল্পনার রাজ্যে হাটতাম অবিরত,
নিতে পারিনা কেউ আর তার খোজ।
অনেকেই আজ হারিয়ে গিয়েছে,
কেউ কেউ অকালে ঝরে পরেছে,
নিতে পারিনা খবর তাদের রোজ।
একালে সেকালে কিংবা বিকালে
ঘুরে ঘুরে কাটাইতাম বেলা,
আজ সে কোন কাল হয়না আর সকাল,
খেলিতে পারিনা আর শৈশবের সেই খেলা।
মিলেমিশে একসাথে গিয়ে স্কুলেতে
বসতাম ঠিকঠাক লাষ্ট বেঞ্চে রোজ,
পড়া তো শিখিনি, হোম ওয়ার্ক করিনি,
টিফিন হলেই ছুটে যেতাম করতে প্রীতি ভোজ।
পরিক্ষার আগেতে, ঘুম থাকেনা চোখেতে,
ফোনে ফোনে নিতাম শুধু সাজেশন,
পরিক্ষার হলেতে গিয়ে দেখি বেত
হাতে দাড়িয়ে আছে শিক্ষক,
তাতে আমাদের কি আগে থেকেই নিয়ে নিতাম পজিশন।
পাশ মার্ক তেত্রিশ, পেতাম আমরা বত্রিশ,
তাতে কিছু আমাদের যায় আসে না।
মাত্র এক নাম্বর, ও এমনিতেই
বললেই দিয়ে দেবে স্যারেরা।
ঠিক এভাবে করেই পারি দিয়েছি
ক্লাস এক থেকে দশম,
এবার একটু সিরিয়াস, সামনে মেট্রিক,
মাঝে সাঝে দাড়াতো গায়ের পশম।
আমাদের কিসের ভয়, জানি আল্লাহ আছেন সহায়,
ভয় ভীতি বেড়ে গেলে রেজাল্টের
সময় হলো, না জানি কি হয় আমাদের।
সব কিছু ঠিকঠাক,সবাই মোরা করলাম পাশ।
এভাবেই কাটতো আমাদের দিন,
জানি আসবে না আর ফিরে স্কুলের
সেই দিন।
কল্পনার রাজ্যে হাটতাম অবিরত,
নিতে পারিনা কেউ আর তার খোজ।
অনেকেই আজ হারিয়ে গিয়েছে,
কেউ কেউ অকালে ঝরে পরেছে,
নিতে পারিনা খবর তাদের রোজ।
একালে সেকালে কিংবা বিকালে
ঘুরে ঘুরে কাটাইতাম বেলা,
আজ সে কোন কাল হয়না আর সকাল,
খেলিতে পারিনা আর শৈশবের সেই খেলা।
মিলেমিশে একসাথে গিয়ে স্কুলেতে
বসতাম ঠিকঠাক লাষ্ট বেঞ্চে রোজ,
পড়া তো শিখিনি, হোম ওয়ার্ক করিনি,
টিফিন হলেই ছুটে যেতাম করতে প্রীতি ভোজ।
পরিক্ষার আগেতে, ঘুম থাকেনা চোখেতে,
ফোনে ফোনে নিতাম শুধু সাজেশন,
পরিক্ষার হলেতে গিয়ে দেখি বেত
হাতে দাড়িয়ে আছে শিক্ষক,
তাতে আমাদের কি আগে থেকেই নিয়ে নিতাম পজিশন।
পাশ মার্ক তেত্রিশ, পেতাম আমরা বত্রিশ,
তাতে কিছু আমাদের যায় আসে না।
মাত্র এক নাম্বর, ও এমনিতেই
বললেই দিয়ে দেবে স্যারেরা।
ঠিক এভাবে করেই পারি দিয়েছি
ক্লাস এক থেকে দশম,
এবার একটু সিরিয়াস, সামনে মেট্রিক,
মাঝে সাঝে দাড়াতো গায়ের পশম।
আমাদের কিসের ভয়, জানি আল্লাহ আছেন সহায়,
ভয় ভীতি বেড়ে গেলে রেজাল্টের
সময় হলো, না জানি কি হয় আমাদের।
সব কিছু ঠিকঠাক,সবাই মোরা করলাম পাশ।
এভাবেই কাটতো আমাদের দিন,
জানি আসবে না আর ফিরে স্কুলের
সেই দিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৫/১০/২০১৫আবার ফিরে পেতে চাই।
-
নির্ঝর ২৬/০৯/২০১৫সত্যিই বলেছেন, স্কুলের সেই দিন আর কখনও ফিরে আসবে না।