মন ভালো নেই
নেই কারণ,তবুও বারণ
থাকতে আমার ভালো
চারদিক বেশ, অন্ধকারের রেশ
আধোছায়া কিংবা কালো।
অর্থ নেই, সংজ্ঞা নেই,
নেই কেনো মানে
কি যেন কি,মনে সর্বদা, মন
নিজেও তাহা নাহি জানে।
মন ভালো নেই, আসলে থাকতে
নেই মনের ভালো।
কি আসে যায়,হয়তো বিদায়,
মনের শুভ্র, হয়ত কালো বা
চন্দ্রিমার আলো।
তাকিয়ে থাকি।
হ্যা তাকিয়েই থাকি নিজের মনের
ভিতর নিজে।
পাইনা খুজে মানে তাহার কি বা করবো
শ্রাবণের জলধারায় ভিজে।
মন ভালো নেই, আলো নেই,
মেঘাচ্ছন্ন মনের সেই আকাশ।
জানিনা কিসের, হয়ত বিষের,
বহে মনের গগণ কিনারে কষ্টের
মৃদু বাতাস।
থাকতে আমার ভালো
চারদিক বেশ, অন্ধকারের রেশ
আধোছায়া কিংবা কালো।
অর্থ নেই, সংজ্ঞা নেই,
নেই কেনো মানে
কি যেন কি,মনে সর্বদা, মন
নিজেও তাহা নাহি জানে।
মন ভালো নেই, আসলে থাকতে
নেই মনের ভালো।
কি আসে যায়,হয়তো বিদায়,
মনের শুভ্র, হয়ত কালো বা
চন্দ্রিমার আলো।
তাকিয়ে থাকি।
হ্যা তাকিয়েই থাকি নিজের মনের
ভিতর নিজে।
পাইনা খুজে মানে তাহার কি বা করবো
শ্রাবণের জলধারায় ভিজে।
মন ভালো নেই, আলো নেই,
মেঘাচ্ছন্ন মনের সেই আকাশ।
জানিনা কিসের, হয়ত বিষের,
বহে মনের গগণ কিনারে কষ্টের
মৃদু বাতাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৩/১০/২০১৫আমারও
-
কষ্টের ফেরিওলা ২৭/০৯/২০১৫চরম
-
রাশেদ খাঁন ২৬/০৯/২০১৫ঠিক বন্ধু
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ২৬/০৯/২০১৫মন ভালো নেই তবুও সংগ্রাম করে পথ চলতে হবে। বেঁচে থাকার মানে আছে।
-
নির্ঝর ২৬/০৯/২০১৫আলো, অন্ধকার নিয়েইতো জগত। অন্ধকার আছে বলেই আলোর এতো সমাদর। ভয় পেলে চলবে না। এগিয়ে যেতে হবে।
-
রুহুল আমীন রৌদ্র. ২৬/০৯/২০১৫কিসের এতো বিষাদ বন্দনা কবি।
বেশ ভাল লাগলো।