চিরচেনা সেই আমি
আমি সেই চিরচেনাই আছি
বদলাইনি মোটেও,
দুঃখ বেদনায়ও থাকে হাসি
কোনে ঐ ঠোটেও।
ভাবিনা তেমন বেশি,
হবে যা হবার হবেই।
জানি সুখ পাখি আসবে
দুঃখ শেষ হলে তবেই।
স্বপ্ন দেখি, স্বপ্নেই ভাসি,
স্বপ্নেই দেই ডুব
কল্পনাও করি, তার ছবিও আকিঁ
দোলা দেয় সে আমায় খুব।
হবেনা, তবু যাবোনা, তাকে ভুলে
মনের সেইখানে আমি রেখেছি তাকে তুলে।
ইহা নয় প্রেম, নয় ভালোবাসা...
ইহা শুধুই কবির মনের অগোছালো কিছু কথা।
বদলাইনি মোটেও,
দুঃখ বেদনায়ও থাকে হাসি
কোনে ঐ ঠোটেও।
ভাবিনা তেমন বেশি,
হবে যা হবার হবেই।
জানি সুখ পাখি আসবে
দুঃখ শেষ হলে তবেই।
স্বপ্ন দেখি, স্বপ্নেই ভাসি,
স্বপ্নেই দেই ডুব
কল্পনাও করি, তার ছবিও আকিঁ
দোলা দেয় সে আমায় খুব।
হবেনা, তবু যাবোনা, তাকে ভুলে
মনের সেইখানে আমি রেখেছি তাকে তুলে।
ইহা নয় প্রেম, নয় ভালোবাসা...
ইহা শুধুই কবির মনের অগোছালো কিছু কথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ২৬/০৯/২০১৫Darun
-
নির্ঝর ২৬/০৯/২০১৫দুঃখের পর সুখ আসে এটাই আমরা জানি। খুব ভালো লাগল আপনার কবিতাটি পড়ে।
-
রুহুল আমীন রৌদ্র. ২৬/০৯/২০১৫খুব ভাল লাগলো।
-
নূরুজ্জামান নাঈম ২৫/০৯/২০১৫সুন্দর।ল!