www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেয়েদের শপিং নিয়ে বিখ্যাতদের মন্তব্য

মেয়ে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে শপিং এ যায়! সকালে বিকালে এমনকি রাতেও শপিং এ যায়|
.
কবি জিবনানন্দ দাস বলেছেন,
"আবার আসিব ফিরে, মেয়ে মানুষের ভিড়ে, এই শপিং মলে, তবে হাতে শপিং ব্যাগ নিয়ে নয়, হয়তো ছালার বস্তা নিয়ে|"
:
কবিগুরু রবি ঠাকুর বলেছেন,
"বল দাও মোরে, বল দাও হে প্রভু! এই শপিং ব্যাগ টানিবার বল দাও!"
:
গণতন্ত্রের প্রবক্তা আব্রাহাম লিঙ্কন বলেছেন, "স্বামীর মানিব্যাগের সাধীনতা অর্থাৎ, হাসবেন্ডস মানি ডেমোক্রেসি অফ দ্যা ওয়াইফ, বাই দ্যা ওয়াইফ এ্যান্ড ফর দ্যা ওয়াইফ!"
:
#উদাহরণ- স্বামী-স্ত্রী পরস্পর না খাইয়া থাকা, এক বিছানায় না ঘুমানো, ঠিকমত গোসল না করা সবই এই শপিংয়ের ফলাফল|
যুগে যুগে এই শপিং নির্যাতন পুরুষ জাতিকে মহাযন্ত্রণা দিয়ে আসছে|
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১০৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast