প্রত্যাশা কবিতা
কবিকে নয়, ভালবাসে কবির কাব্যকে সবে
কবির কাব্যে বিরহ কেন, কেবা জানতে চেয়েছে কবে?
ভালো বলে সবাই মোরে, বাসেনা কেহ ভালো
কেউ কি আছো আমার হয়ে বাসবে অনেক ভালো?
নইরে আমি নিঠুর-পাষাণ, কঠিন নয়রে মন
নিরবে আমি কেঁদে কেঁদে, করেছি অশ্রু বিসর্জন
ডাকিনি বলে গাল করেছে, বলেছে তুমি হৃদয়হীন
বুঝিনি কেহ অন্তরে মোর বাজিছে দুঃখের বীণ
কাব্য ছন্দে অশ্রু যে মোর মুক্তা হয়ে ঝরে
অশ্রু জলে কাব্য লিখেছি হৃদয় সিক্ত করে
আধার ঘেরা প্রেম যে আমার দৃশ্যে আসে নিঠুর হয়ে
কাব্যে প্রেমের ছন্দগুলি রইল বুঝি অভিনয়ে
মনটা আমার উদার আকাশ, অলস নয়রে দেহ
কেউ বুঝিনি মনের মত, বুঝতে চাইনি কেহ
ভালবাসি আমি দূর থেকে গো, মুখে বলিনা ভুলে
চোখের সামনে হাসি আমি, কাঁদি আড়াল হলে
যতই আমার ভুল বুঝো গো, রাখো যতই দূরে
মনে মনে বাসব ভালো সারা জীবন ভরে।
কবির কাব্যে বিরহ কেন, কেবা জানতে চেয়েছে কবে?
ভালো বলে সবাই মোরে, বাসেনা কেহ ভালো
কেউ কি আছো আমার হয়ে বাসবে অনেক ভালো?
নইরে আমি নিঠুর-পাষাণ, কঠিন নয়রে মন
নিরবে আমি কেঁদে কেঁদে, করেছি অশ্রু বিসর্জন
ডাকিনি বলে গাল করেছে, বলেছে তুমি হৃদয়হীন
বুঝিনি কেহ অন্তরে মোর বাজিছে দুঃখের বীণ
কাব্য ছন্দে অশ্রু যে মোর মুক্তা হয়ে ঝরে
অশ্রু জলে কাব্য লিখেছি হৃদয় সিক্ত করে
আধার ঘেরা প্রেম যে আমার দৃশ্যে আসে নিঠুর হয়ে
কাব্যে প্রেমের ছন্দগুলি রইল বুঝি অভিনয়ে
মনটা আমার উদার আকাশ, অলস নয়রে দেহ
কেউ বুঝিনি মনের মত, বুঝতে চাইনি কেহ
ভালবাসি আমি দূর থেকে গো, মুখে বলিনা ভুলে
চোখের সামনে হাসি আমি, কাঁদি আড়াল হলে
যতই আমার ভুল বুঝো গো, রাখো যতই দূরে
মনে মনে বাসব ভালো সারা জীবন ভরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৫/১০/২০১৭ভালো লাগলো
-
কামরুজ্জামান সাদ ০৫/১০/২০১৭ভাল লিখেছেন
-
সাঁঝের তারা ০৫/১০/২০১৭খুব সুন্দর ...
-
অমিত শমূয়েল সমদ্দার ০৫/১০/২০১৭ভাল হয়েছে
-
Tanju H ০৪/১০/২০১৭চমৎকার লেখা।।
-
আজাদ আলী ০৪/১০/২০১৭Very nice writing