প্রেমের রাজ্যে আমরা ব্যাকডেটেড
প্রেম-প্রণয় আজকাল কোন লুকোচুরির ধার ধারে না| তরুণ-তরুণীর প্রেম আজ প্রকাশ্য দিবালোকে প্রতিষ্ঠিত| এখন আর সন্ধ্যার অন্ধকারের জন্য অপেক্ষা করতে হয়না| এখন আর কেউ অন্ধকারে প্রেয়সীর সাথে সাক্ষাৎ করতে যায়না| ওদের ভাষায়, প্রেম-প্রণয় আধুনিক যুগের ফ্যাশান! আধুনিকতার সয়লাব আর প্রেমের জয়জয়কারে আমরা নাকি এখনও মধ্যযুগীয় বর্বর(?)! আধুনিক শুদ্ধ ভাষায়- আমরা এখনও "ব্যাকডেটেড"!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহসান সকাল ২৬/০৪/২০১৭রাস্তায় লোকের মধ্যে দাঁড়িয়ে প্রপোজ করাটাও এখন প্রেমের শর্ত হয়ে গেছে। আগের দিনের কিছু গল্প, সিনেমা দেখলে এ যুগের প্রেমকে মনে হয় সৌখিন বেশ্যাপনা।
-
মধু মঙ্গল সিনহা ২৬/০৪/২০১৭বাস্তব বলেছেন।