একাকিত্ব
কোলাহল মুক্ত নিজর্ন স্থান
ব্যাস্ততা নেই এমন ক্ষণ,
বিনোদনের জন্য এটাই প্রেক্ষাগ্রহ
লোকালয়ের চেয়ে অধিক শ্রেয়।
চাইনা আমি হাসি-তামাশা রঙ্গ
একাকিত্বই আমার সঙ্গ,
ভালো লাগেনা হৈচৈ
এখনতো আমি শিশু নই।
এসেছি একা যাবোও একা
তাইতো এতো নিরবে থাকা,
একাই থাকি, সবাই যাক চলে
তবে বিয়েটা করব দু'জনে মিলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৫/০৪/২০১৭ভালো। শুভেচ্ছা।
-
মধু মঙ্গল সিনহা ২৪/০৪/২০১৭সুন্দর...
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৪/০৪/২০১৭দারুণ ভক্তি আর
নিবেদনের এক অনন্য কবিতা। -
সোহেল রানা আশিক ২৪/০৪/২০১৭সুন্দর লেখা।