www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইসলামী সংস্কৃতি

পাশাচাত্য প্রভাবিত জীবনযাত্রা পর্যবেক্ষণ করে একদল দ্রুত এ প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন যে, এদেশে ইসলামী সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, যারা ইসলামী জীবনকে পছন্দ করে এবং ভালবাসে। অন্যদল যারা ধর্মনিরপেক্ষ জীবন যাপনে উৎসাহী তারা বর্তমান জীবন ধারার চালচিত্র প্রত্যক্ষ করে বলে আমরা একটু খোলামেলা, মুক্ত-উদার আধুনিক জীবনযাপন করতে পারছিনা; ধর্মই গোড়ামীর মূল হয়ে আছে।

অবশ্য এও লক্ষণীয় যে বর্তমান ধর্ম নিরপেক্ষবাদীরা ধর্মের কথা বললে বহু আপত্তিজনক মন্তব্য করে কিন্তু কিন্তু সরাসরি ইসলাম ধর্মের নাম নেয় না। কারণ তারা ভেতর থেকে জানে এবং বিশ্বাস করে বর্তমানে যারা ইসলামী জীবন যাপনে, পোষাকে এবং বক্তৃতার মাধ্যমে অতিদরদি তারা ভেতরে ভেতরে অনেকটা ভন্ড হলেও, প্রকৃত ইসলামী জীবন সত্যি মানুষকে মুক্তি দিতে পারে, দেবার সে ক্ষমতা ইসলামের আছে; এর প্রমাণ যুগে যুগে ইসলাম মানব সভ্যতার সামনে বহুভাবে উপস্থিত করেছে।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৫০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সত্যিই আমরা যেন প্রকৃত ইসলামী জিন্দেগীর স্বাদ পাই,
    আল্লাহ যেন কবুল করেন।
  • সোহেল রানা আশিক ২৩/০৪/২০১৭
    মূল্যবান লেখা। চালিয়ে যান...
  • খায়রুল আহসান ২৩/০৪/২০১৭
    আরো কিছুটা যুক্তি দিয়ে বক্তব্য পেশ করলে ভাল হতো।
 
Quantcast