এসো হে বর্ষা
এসো হে বর্ষা! রুপসী বাংলাকে সাজিয়ে
এসো মুষলধারে রিমঝিম বাজনা বাজিয়ে,
তুমি অপরুপ বাংলার লাবণ্য হাসি
তুমি বৃষ্টিভেজা আষাড়ি কন্যার দুষ্ট হাসি,
তুমি সিক্ত কদম জুইঁ বেলী পদ্ম ফোটা ফুল
তুমি বর্ষায় ডুবে যাওয়া মাঠের হারানো দু’কুল,
তুমি প্রভাতে কলাপাতায় পড়া ঝরঝর বৃষ্টি
তুমি হিমেল হাওয়ায় বহমান উল্লাস সৃষ্টি,
তুমি দিঘীর জলে ফোটা প্রভাতী পদ্মফুল
তুমি কৃষকের জালে মাছধরা নদীর কুল,
তুমি অভিমানে ঝরে যাওয়া মেঘের কান্নাজল
তুমি ঘরের দোরে ভেসে যাওয়া সমুদ্র অতল,
তুমি সাঁঝ দুপুরে নেমে আসা গভীর সন্ধ্যাবেলা
তুমি গোস্বা মেঘের গর্জন শুনে কাজে অবহেলা,
তুমি রাত্র নিশিতে টিনের চালে পড়া ঝুম বৃষ্টি
তুমি জানালার ধারে চেয়ে থাকা অপলক দৃষ্টি,
তুমি ঘুম ভাঙ্গা ভোরে কানাচে ব্যাঙের ডাক
তুমি গোধুলী বেলায় বৃষ্টিভেজা শালিকের ঝাঁক,
তুমি ভেজাবনে বেলী ফুল তোলা গ্রাম্য বালিকা
তুমি মেঘলা রাতে আলোর চমক লাল নীহারিকা,
ওগো বর্ষা! আজি এ ঝরঝর বৃষ্টির দিনে
শ্রাবণে অলস সময় বল কাটবে কেমনে,
তুমি কালের গর্ভে হারিয়ে গিয়েও এসো অবশেষে
তোমার জন্য আবারো জন্ম নেব বর্ষার এই দেশে।
এসো মুষলধারে রিমঝিম বাজনা বাজিয়ে,
তুমি অপরুপ বাংলার লাবণ্য হাসি
তুমি বৃষ্টিভেজা আষাড়ি কন্যার দুষ্ট হাসি,
তুমি সিক্ত কদম জুইঁ বেলী পদ্ম ফোটা ফুল
তুমি বর্ষায় ডুবে যাওয়া মাঠের হারানো দু’কুল,
তুমি প্রভাতে কলাপাতায় পড়া ঝরঝর বৃষ্টি
তুমি হিমেল হাওয়ায় বহমান উল্লাস সৃষ্টি,
তুমি দিঘীর জলে ফোটা প্রভাতী পদ্মফুল
তুমি কৃষকের জালে মাছধরা নদীর কুল,
তুমি অভিমানে ঝরে যাওয়া মেঘের কান্নাজল
তুমি ঘরের দোরে ভেসে যাওয়া সমুদ্র অতল,
তুমি সাঁঝ দুপুরে নেমে আসা গভীর সন্ধ্যাবেলা
তুমি গোস্বা মেঘের গর্জন শুনে কাজে অবহেলা,
তুমি রাত্র নিশিতে টিনের চালে পড়া ঝুম বৃষ্টি
তুমি জানালার ধারে চেয়ে থাকা অপলক দৃষ্টি,
তুমি ঘুম ভাঙ্গা ভোরে কানাচে ব্যাঙের ডাক
তুমি গোধুলী বেলায় বৃষ্টিভেজা শালিকের ঝাঁক,
তুমি ভেজাবনে বেলী ফুল তোলা গ্রাম্য বালিকা
তুমি মেঘলা রাতে আলোর চমক লাল নীহারিকা,
ওগো বর্ষা! আজি এ ঝরঝর বৃষ্টির দিনে
শ্রাবণে অলস সময় বল কাটবে কেমনে,
তুমি কালের গর্ভে হারিয়ে গিয়েও এসো অবশেষে
তোমার জন্য আবারো জন্ম নেব বর্ষার এই দেশে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৪/০৮/২০১৭খুব ভালো
-
বিশ্বামিত্র ০৩/০৮/২০১৭বর্ষার অপরূপ বর্নণা সত্যই অপূর্ব।এত সুন্দর বর্নণার কথা ভাবতে ভাললাগে।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৮/২০১৭খুব সুন্দর।
-
মোনালিসা ০৩/০৮/২০১৭সুন্দর