বিপ্লবী তারুণ্য
বাধাতে পারি যুদ্ধ আমরা
থামাতেও পারি আবার
প্রতিবাদী মিছিলে অগ্রসেনানী আমরা
সম্মুখে থাকি সবার
তোমরা যখন গভীর ঘুমে
কিংবা মেতেছ আড্ডাখানায়
আমরা তখন মুয়াজ্জিনের ঐশি ডাকে
মসজিদে ছুটে যায়
আমাদের আগুনে জ্বলেছে মাটি
পুড়েছে শ্যামল মাঠ
শত্রু মেরে বিজয় এনেছি
গড়েছি লাশের হাঁট
থামাতেও পারি আবার
প্রতিবাদী মিছিলে অগ্রসেনানী আমরা
সম্মুখে থাকি সবার
তোমরা যখন গভীর ঘুমে
কিংবা মেতেছ আড্ডাখানায়
আমরা তখন মুয়াজ্জিনের ঐশি ডাকে
মসজিদে ছুটে যায়
আমাদের আগুনে জ্বলেছে মাটি
পুড়েছে শ্যামল মাঠ
শত্রু মেরে বিজয় এনেছি
গড়েছি লাশের হাঁট
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরিফ মুহাম্মদ ২৪/০৪/২০১৭ধন্যবাদ তেজদীপ্ত লেখার জন্য।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৪/২০১৭ভালো।
-
সাঁঝের তারা ২৪/০৪/২০১৭ঠিক কথা! সুন্দর...
-
মধু মঙ্গল সিনহা ২৪/০৪/২০১৭ভাল লাগল!
-
মোজাহিদুর ইসলাম ইমন ২৪/০৪/২০১৭সুন্দর