বিদায়ের দিনে কেঁদো না
তুমি এমন করে গো বারে বারে
জল ছলছল চোখে চেয়ো না
বিদায়ের ক্ষণে গো আজি
মনে কষ্ট দিয়ে যেয়ো না
হাসি দিয়ে লুকালে যখন
সারা জীবনের বেদনা
আজও তবে হেসে যাও ওগো
আজি বিদায়ের দিনে কেঁদো না
জল ছলছল চোখে চেয়ো না
বিদায়ের ক্ষণে গো আজি
মনে কষ্ট দিয়ে যেয়ো না
হাসি দিয়ে লুকালে যখন
সারা জীবনের বেদনা
আজও তবে হেসে যাও ওগো
আজি বিদায়ের দিনে কেঁদো না
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৮/১০/২০১৭কবি বিরহটা কি একটু বেশি!
-
আজাদ আলী ০৮/১০/২০১৭Fantastic
-
মল্লিকা রায় ০৮/১০/২০১৭বিরহের কবিিতা পড়ে বিষাদগ্রস্ত হল মন ।
মানুষ কেন এমন হয় ,লাভ কি তাও বুঝি নি। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/১০/২০১৭সু ন্দ র!
-
সোমেন রায় ০৮/১০/২০১৭বেশ!
-
আবুল খায়ের ০৮/১০/২০১৭pathetic
-
কে. পাল ০৮/১০/২০১৭Besh