www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আনন্দ মেলা

আমি বিচিত্র কল্পনে নিমগ্ন উপোস শর্বরী
অশ্রু জমাট বেদনা প্রান্ত ছাড়িয়া দ্যুলোকে হোরি
চামেলী চম্পাকলির স্নিগ্ধ সুবাসে জাগ্রত রাতি
মায়াজাল ছিড়ে প্রেমের গগণে বাঁধানো উল্কাপাতি
হাসিতে-খুশিতে রাত্রী নিশিতে বেহুদা স্বপন
সেই স্বপ্নসুখে অঙ্গে বহিছে কোমল কাঁপন
প্রত্যুষে বনে বনে পাখিরা গাইছে উল্লাসী গান
বসন্তি এনেছে হিমান্ত বাতাসে মধুর তান
পূবালী বাতাসে বহিছে আজি খুশির হাওয়া
কুসুম কাননে সুকান্ত সৌরভে হৃদয়ে লাগিছে ছোঁয়া
ভ্রমরের গুঞ্জনে মনেরই অঙ্গনে সুখের দোলা
ভাল-মন্দে কি আনন্দে মাতাল এ মন ভোলা
স্বপ্নেরা ডানা মেলে উড়িতেছে দুর নীলিমায়
সুখের আবেশে চিত্ত মেতেছে রঙিণ এ খেলায়
খুশির আমেজে চারিধার মুখরিত পুষ্প ঘ্রাণে
মমতার কিরণে কম্পিত উল্লাস বহিছে প্রাণে
মহানন্দ মেলায় মিলেছে আজি বন্ধু-স্বজন
অভিমান ভেঙ্গে সকলের তরে এতো আয়োজন
রঙ্গ লীলায় ঢলেছে চিত্ত উচ্ছাসে মাতামাতি
প্রেমাদর ভারে খুশিতে নাচিল পুলকে জ্যোতি
সুখের পরশে আজি সকলের মুখে স্বর্গবাণী
আলতো কোমল তানে বাজিতেছে হর্ষ ধ্বনি
বাতাসে ধ্বনিছে প্রেম-বাণী, সুখ-স্মৃতি-পুণ্য
উদাসী প্রাণে স্মরিতেছি, আজি মহাসুখ অনন্য
আধারের ঘোর কাটিয়া জ্বলিতেছে অরুণ বাতি
সুখের হিল্লোলে উত্তাল ধরণীতে দীপ্ত ভাতি
গানে গানে মেতেছে ধরণী সবুজের সমারোহে
শব্দ বাধনে আনন্দ ফুটিছে কবিতা যেমন চাহে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ২৬/১০/২০১৭
    সত্য এবং সুন্দর।
    অনেক অনেক ভাল থাকুন।
  • আব্দুল হক ২৫/১০/২০১৭
    সুন্দর, ধন্যবাদ!
  • আজাদ আলী ২৫/১০/২০১৭
    Valoi laglo priy kobi
  • সুমন দাস। ২৫/১০/২০১৭
    ভালো লাগল
 
Quantcast