www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আক্ষেপ

দুঃখের সাগরে ভাসিয়া গিয়াছে আমার সুখের তরী
হাজার বছর তাহাই খুজিয়া চলেছি এপার ওপার ধরি
মম কন্ঠে বাজিয়া উঠিছে নিত্য দুঃখের সুর লহরী
আহত হৃদয়ে সুখের লাগিয়া এখনো বন্দনা করি
সুখতো সেথায় থাকে; যেথায় আমি নাহী থাকি
অন্তপুরে উড়িয়া গিয়াছে মোর হৃদয়ের সুখ পাখি
দুঃখ নিয়ে চলিলাম ভজনগৃহে, ভোজনেই বোধহয় সুখ
ভোজন শেষে বেদনা উঠিল ব্যাথায় বিদ্ধ হল বুক
ভ্রমণ করিলাম নিদ্রা দেশেতে মহাসুখের নেশায়
নিদ্রাভঙ্গে স্বপ্ন ভাঙ্গিছে মহাসুখ ডুবিয়াছে হতাশায়
সুখের সন্ধানে গিয়াছি আমি গভীর অরণ্য মাঝে
সে বন ছিল আঁধারে ঢাকা, পথ ভুলিয়াছি সাঝে
পর্বতশৃঙ্গে খুজিয়াছি আমি অসিত অমর্ত্যভুবন
মহাবিশ্বে সুখের আশায় অযথা করেছি ব্যর্থ জীবন
দুঃখের পরেই সুখ আসিবে- ইহাই মহাসত্য বাণী
লইব সেদিন মহানন্দ; ঘুচিবে সকল দুঃখ-গ্লানি
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দীপঙ্কর বেরা ০৮/০৯/২০১৭
    Khub bhalo
  • অ ন ব দ্য।
  • সাঁঝের তারা ০৭/০৯/২০১৭
    অপূর্ব!!!
  • আমি-তারেক ০৭/০৯/২০১৭
    onek onek suveccha...
  • শ.ম. শহীদ ০৭/০৯/২০১৭
    বিরহের চমৎকার কাব্য।
    খুব সুন্দর হয়েছে।
    অভিনন্দনের সাথে-
    কবির জন্য
    শুভেচ্ছা ও ভালোবাসা
  • মোনালিসা ০৭/০৯/২০১৭
    :) / :(
 
Quantcast