জানালার গ্রিলে জলবিন্দু
ধীরে ধীরে প্রাচীরের ছিটকে ছিটকে পরা পানির ফোঁটা গুলো লেগে যায় জং ধরা জানালার গ্রিলে। ক্রমাগত ফুলে উঠে -লেগে থাকা জলবিন্দু। আলো আর আধাঁরের খেলায় মেতে উঠা প্রকৃতির প্রতিচ্ছবি ভেসে উঠে একবিন্দু জলবিন্দুর তরল বুকে। নিচের দিকে চিক চিক করা আলোর আভা ক্ষীণজীবী মুক্তাবিন্দুর মতন ছড়িয়ে পড়ার ব্যর্থ হাহাকারে মরে।
ছিটকে আসা জলকণা সেই ক্ষীণজীবী মুক্তাবিন্দুর শরীর ক্রমাগত বাড়িয়ে তোলে।
প্যারাবোলা হয়ে উঠা জলবিন্দুর ক্ষীণ জীবনের সমাপ্তি ঘটে খুব দ্রুত। লেপ্টে থাকা গ্রিল কে বিদায় জানায়।
অথবা লেগে থাকা কোন জলবিন্দু ঝাঁঝালো রোদের ছোঁয়ায় ক্রমাগত জলকণা হয়ে খসে খসে যেতে থাকে জলবিন্দু থেকে আর নীল আকাশের দিকে উড়ে.....উড়ে....
ঠিক তখনি কোন ভেজাকাক ডানা ঝাড়া দিয়ে উড়ে যায় যেদিকে ইচ্ছে হয়......
#স্ট্রয়েট্রি
ছিটকে আসা জলকণা সেই ক্ষীণজীবী মুক্তাবিন্দুর শরীর ক্রমাগত বাড়িয়ে তোলে।
প্যারাবোলা হয়ে উঠা জলবিন্দুর ক্ষীণ জীবনের সমাপ্তি ঘটে খুব দ্রুত। লেপ্টে থাকা গ্রিল কে বিদায় জানায়।
অথবা লেগে থাকা কোন জলবিন্দু ঝাঁঝালো রোদের ছোঁয়ায় ক্রমাগত জলকণা হয়ে খসে খসে যেতে থাকে জলবিন্দু থেকে আর নীল আকাশের দিকে উড়ে.....উড়ে....
ঠিক তখনি কোন ভেজাকাক ডানা ঝাড়া দিয়ে উড়ে যায় যেদিকে ইচ্ছে হয়......
#স্ট্রয়েট্রি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।