www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গোধূলীবেলা

আকাশের শিরায় শিরায় আলতা লাল আভা ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক । দূর থেকে শেষ বেলার হাটবাজারের শব্দ গুণ গুণ করে ক্রমাগত ভেসে আসছে । ক্লান্ত পাখিরা ছুটে চলা প্রায় শেষ, হঠাৎ দু'একটা বাদুর আকাশের লাল আভা ছুঁয়ে চলে অন্ধ পথে শব্দের তরঙ্গে ।
নদীর হাঁটুপানিতে মনরোম সেই আভা দ্যুতি ছড়িয়ে মস্তিষ্কের ভিতরে মধুর ব্যথার প্রতিফলন রেখে যায় । বাঁশঝাড়ে পাখিরা মেতে উঠেছে এক সম্মিলিত ধবনিতে কিচির কিচির কিচির...... ।
বৃদ্ধ চাচার বৃদ্ধ গতিতে চলছে বাড়ির পথে - হাতে ব্যাগ - সদাই । চাচার রুক্ষ চামড়ার ভাঁজে শেষ বেলার সূর্যের আভা আলতোভাবে ছুঁয়ে যাচ্ছে ।
সবুজ ঘাসের বুকে নেমে আসছে আঁধারের প্রলেপ ।
ততক্ষণে চাচা ঘরে ফিরে গেছে আর সূর্যটা ডুবে গেছে আগামী দিনের প্রত্যাশায়!


#স্ট্রয়েট্রি
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৮৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শরীফ আহমাদ ১৫/০৫/২০১৭
    অনেক শিল্পময় লিখণ....।সুন্দর....
 
Quantcast