www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

১১৪ এর জানালার বাইরে

আজ আকাশটা ভীষণ গুমোট অভিমানে ছোট্ট মেয়ের মতন অভিমানে কালো হয়ে আছে । দখিনের জানালাটা খুলে আকাশের মুখখানা দেখছি । নীরব শীতল সবুজ গাছপালা গুলো জটলা পেকে চুপটি মেরে আছে । লেকের মধ্যে কুচুরিপানার উপরে সবুজ মাঠ - তাতে একটা সাদা বক চুপচাপ । ইলেকট্রিক তারের উপরে দু'টো শালিকের যুদ্ধ চলছে । অজানা যুদ্ধ।
বাতাসে একটা করুণ নীরবতা - কে জানি না জানিয়ে হঠাৎ চলে গেছে । সবুজ গিরগিরিটা ঝোপের আড়ালে থ হয়ে চেয়ে আছে । হঠাৎ দু তিনটা সবুজ হলুদ পাতা ঝরে পড়ে - দূরে কাকের মৃতচিৎকার গুমোট ভাবটাকে আরো নিঃসঙ্গ করে তুলছে। টিপটিপ সুক্ষ্ম বৃষ্টি । বৃষ্টি নামুক ।

----------


[১১৪ হল/হোস্টেলের রুম নং]
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৭২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast