www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি ই তোমার

এই যে তীব্র রঙিন অথবা মৃত ধূসর ফুলটা
একান্ত তোমার মস্তিষ্কের কোন
গোপন সুরঙে কি কল্পনার রঙ সৃষ্টি
করছে, সেটা তুমিই জান ।
সেটা একান্ত তোমার,
তোমার সে অনুভূতীর দ্যুতি কারো
কাছে কোনকালেই পৌঁছায় না,
চিরকাল একান্তভাবে তুমিই জান কত
সংগোপনে তা অনুভব করছ ।
এই যে চোখদুটো বন্ধ করে ঘন তরল শ্বাস
নিয়ে ফুলের সুগন্ধ নিলে, নিউরনগুলো
কি অমায়িকভাবে নাচল - সেটা
একান্ত তোমার ।
কেউ জানে না কতটুকু গন্ধে তুমি
আমোদিত, কেউ জানে না কতটুকু গন্ধে
তুমি মাতাল।
আজ আকাশটা গাঢ় নীল,
সেটা কতগুলো রঙিন চিল তোমার
চিন্তার বিলে ঢিল মেরেছে সেটা
তুমিই জান ।
গানের কোন লিরিক্স টা কোন
কল্পনার জগতে তোমার হাত দুটো
ডানা বানিয়ে দেয় - আর উড়িয়ে
নিয়ে যায় কাব্যিক জগতে - সেটা
তুমিই জান ।
অথবা সাদা বকের ছেঁড়া নরম এক পালক উড়তে উড়তে পড়ল তোমার ঠোঁটে.........
তুমিই জান, স্বাদ - গন্ধ - রুপ - রস -
তুমিই জান তোমার "তুমি" কে ।
নাই লেন দেন, নাই শেয়ার...........
'তুমি'ই তোমার।
_________________
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৫৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ২৩/০৪/২০১৭
    সুন্দর!
 
Quantcast