নুসরাত ফতেহ আলী খান - এ ভয়েস ফ্রম আননোন ওয়ার্ল্ড
অসংখ্য সাদাপালক পরিহিত পাখি উড়ে যায় মৌন নীল আকাশের নিচে, তাদের সাদা ছেঁড়া পালক ক্রমাগতভাবে ছড়িয়ে পড়ছে কোন উর্বষী নারীর সকালের সূর্যের ঘুমন্ত চোখে মধুরব্যথা দেওয়ার মত উচ্ছল শরীরে। এই বুঝি পৃথিবীর সব বাগানের ফুলের পাপড়ি ছিড়ে ছিড়ে মাতাল বেগে ছুটে আসবে, মুখ থুবড়ে পড়বে তার শাড়ির খোলা অংশে।
সবুজ পাতাদের ফড়ফড় শব্দে পৃথিবী সব কান্না হাহাকার মিশে যাবে...
নুসরাতের ফতেহ আলীর নিদারুণ সুরে মিশে একাকার হবে......।
#স্ট্রয়েট্রি
সবুজ পাতাদের ফড়ফড় শব্দে পৃথিবী সব কান্না হাহাকার মিশে যাবে...
নুসরাতের ফতেহ আলীর নিদারুণ সুরে মিশে একাকার হবে......।
#স্ট্রয়েট্রি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৩/২০১৮কিছুই বুঝিনি!