নীল বুনোফুলের বৃষ্টি অপেক্ষা
ঠা ঠা রোদ্দুরের উষ্ণ হাওয়া বয়ে চলে ঝিম ধরা ক্লান্ত দুপুরে। আকাশের গা পুঁড়ে যায় - ঘাম ঝরে হয় মেঘ। আকাশঝরা মৃদু শীতল জল পড়ুক সেই প্রতীক্ষায় ঠোঁট মেলে ধরে নিকষ নীল বুনোফুল। দুরন্ত কোন কিশোরীর পবিত্র হাতের ছোঁয়ায় ভোরের শিশির ঝরে পরে বুনোফুলের গাল থেকে।
আজ সেই তপ্ত বুনোফুলের নীল মুখখানা সূর্যের তপ্ত চুমোতে নেতিয়ে গেছে। তাই তার অধীর বৃষ্টির অপেক্ষা।
তারপর?
ঝমঝমিয়ে বৃষ্টির ফোঁটা ক্রমাগত পড়ছে বুনোফুলের শরীরে, মৃদু কম্পনে কেঁপে কেঁপে উঠে। অশ্রুভেজা চোখের মতন ভিজে গেছে চারখানা পাপড়ি।
তাপ উবে গেছে শরীর থেকে - নীল নীলতর হয়ে তাকিয়ে আছে নীল আকাশে।
#স্ট্রয়েট্রি
আজ সেই তপ্ত বুনোফুলের নীল মুখখানা সূর্যের তপ্ত চুমোতে নেতিয়ে গেছে। তাই তার অধীর বৃষ্টির অপেক্ষা।
তারপর?
ঝমঝমিয়ে বৃষ্টির ফোঁটা ক্রমাগত পড়ছে বুনোফুলের শরীরে, মৃদু কম্পনে কেঁপে কেঁপে উঠে। অশ্রুভেজা চোখের মতন ভিজে গেছে চারখানা পাপড়ি।
তাপ উবে গেছে শরীর থেকে - নীল নীলতর হয়ে তাকিয়ে আছে নীল আকাশে।
#স্ট্রয়েট্রি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম,এ,মতিন ০৭/০৬/২০১৭অনন্য সুন্দর উপস্থাপন! অনেকটা গদ্য কবিতার তৃপ্তি পেলাম।
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৬/২০১৭ভালো লেগেছে।
-
মেহেদী হাসান (নয়ন) ০৫/০৬/২০১৭বাহ দারুণ