মিউজিক অব এ আর রহমান
অচেনা নগরীর কোন গহীন পাহাড়ের চূঁড়ায় সকালের সুরুজের ছোঁয়ায় ফুটেছে যে নিষ্পাপ নীল সাদা ফুল, তার পাপড়িতে অনতিদূর থেকে মৃদুহিম বাতাসের যে আলতো স্পর্শের যে ছন্দ। গোধূলীতে যে গাঙচিল উড়ে যায় বাঁশঝাড়ে, বুকের ভিতরে নিরেট হাহাকার নিয়ে, তার ছন্দ। তার অনির্নীত সুর। স্বর্ণলতা যে নিরব লেকে যে নৈঃশব্দের শব্দে বহমান, সে সুরের ছান্দিক তালে রহমান। খোলা নীল আকাশ, সমুদ্রের বুক থেকে উঠা আসা যে শূন্য শূন্য পূর্ণ গর্জন ছুঁয়ে চলে শ্রবণের অপারে। বোবা
স্রষ্টার সুকরুণ ধবনি প্রতিধবনিত হয় সকালের হাওয়ার সাথে শিশিরভেজা দূর্বাঘাসের বুকে, সে সুর অথবা খোলা মাঠে জোছনার রাত্রে
স্রষ্টার বুকের ভিতরে যে নিঃসঙ্গতা গুনগুনিয়ে বেড়ায় তার সুর। ভেজা ভেজা আকাশে, ভেজা ভেজা কদমে, ভেজা ভেজা বনফুলে, ভেজা ভেজা বাতাসে যে সুর.....সে সুর।
_________________________
[ এ আর রহমানের romanticism/Soulful music এর উপর ভিত্তি করে লিখা ]
https://en.m.wikipedia.org/wiki/A._R._Rahman
স্রষ্টার সুকরুণ ধবনি প্রতিধবনিত হয় সকালের হাওয়ার সাথে শিশিরভেজা দূর্বাঘাসের বুকে, সে সুর অথবা খোলা মাঠে জোছনার রাত্রে
স্রষ্টার বুকের ভিতরে যে নিঃসঙ্গতা গুনগুনিয়ে বেড়ায় তার সুর। ভেজা ভেজা আকাশে, ভেজা ভেজা কদমে, ভেজা ভেজা বনফুলে, ভেজা ভেজা বাতাসে যে সুর.....সে সুর।
_________________________
[ এ আর রহমানের romanticism/Soulful music এর উপর ভিত্তি করে লিখা ]
https://en.m.wikipedia.org/wiki/A._R._Rahman
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।