সন্ন্যাস সংসার
সবকিছু থেকে ছিটকে পড়ছে তার মানবিক সঙ্গতা, প্রিয়তমার ধ্রুবতারার মত চোখে অসীম সন্ন্যাস পথের হাতছানি দেয় তাকে। ফাগুনের রাতে আগুনভরা জোছনায় নিঃসঙ্গ ধ্রুবতারার মত কে যেন মরাপাতার চুরচুর ধবনির মতন ঠিক বুকের ভিতরে মোচড় দিয়ে উঠে। গোধূলিবেলায় যে গাংচিল উড়ে যায় সন্ন্যাসব্রতের বার্তা নিয়ে তার সাথে আজকাল তার মনটা উড়ে যাওয়ার নিদারুণ ছটফটানিতে বদ্ধ খাঁচায় ডুকরে মরে।
উঠান ভর্তি নিরেট এ জোছনার রাতে আজ সে ভাবছে পালিয়ে যাবে সন্ন্যাস প্রিয়ার সংসারী হাত ধরে।
#স্ট্রয়েট্রি
উঠান ভর্তি নিরেট এ জোছনার রাতে আজ সে ভাবছে পালিয়ে যাবে সন্ন্যাস প্রিয়ার সংসারী হাত ধরে।
#স্ট্রয়েট্রি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০১/১২/২০১৭সুন্দর কথা!