www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসি তাই বলে কি

ভালবাসি তাই বলে কি
আমার চোখে জল ঝরাবে ?
আমার বুকের ফুসফুসি পিষে
তপ্ত নিঃশ্বাস ত্যািগ করাবে ?
ভালবাসি তাই বলে কি
আমি একাই কেঁদে যাবো ?
এক দিন আমিও কিন্তু
কাঁদায় তোমায় সাথে পাবো?
ভালবাসি তাই বলে কি
কষ্ট একা আমার সবি ?
নির্জনতায় ভেবে দেখ
তোমার মনে আমার ছবি।
ভালবাসি তাই বলে কি
ব্যর্থতা সব আমার ভাগে ?
ভাল বাসি এ কথাটি
বলে ছিলে তুমিই আগে।
ভালবাসি তাই বলেই
প্রেম নিয়ে আমি আছি বেশ
সস্তা প্রেম ছিল তোমার
তাইত আগেই হলো তা শেষ !!!!!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast