নিশুতি রাতের চিঠি
নির্জন রাত
সবাই ঘুমিযে পড়েছে,
রাত জাগা পাখি গুলোও নিরব
আমি আমার আমার টেবিলে
সামনে আমার প্রিয় কবিতার খাতা
কিন্তু কবিতার বদলে তোমার কথা ভাবছি ।
নিশুতি রাত
তোমাকে চিঠি লিখবো ?
জানি তুমি পাবে না তবুও লিখলাম
মনের চাওয়ায়
নিস্তব্ধ রাত
আমার রুমের চারদিকে শুধু ঝি ঝি পোকা ডাকছে
মাঝে মাঝে রাত জাগা যানবাহন গুলো চলাফেরা করছে
শান্ত রাত
জীবনে কখনও প্রেমে পরব ভাবিনি
যেদিন প্রথম দেখিলাম তোমার হাসি মাখা মুখ
সেদিন থেকেই শুরু
তার পর আর কিছু জানি না
যে দিন একগুচ্ছ টগর ফুল আমার হাতেে এনে দিলে
সেদিন কি তোমার মনে আমার ছবি দেখেছিলে?
সবাই ঘুমিযে পড়েছে,
রাত জাগা পাখি গুলোও নিরব
আমি আমার আমার টেবিলে
সামনে আমার প্রিয় কবিতার খাতা
কিন্তু কবিতার বদলে তোমার কথা ভাবছি ।
নিশুতি রাত
তোমাকে চিঠি লিখবো ?
জানি তুমি পাবে না তবুও লিখলাম
মনের চাওয়ায়
নিস্তব্ধ রাত
আমার রুমের চারদিকে শুধু ঝি ঝি পোকা ডাকছে
মাঝে মাঝে রাত জাগা যানবাহন গুলো চলাফেরা করছে
শান্ত রাত
জীবনে কখনও প্রেমে পরব ভাবিনি
যেদিন প্রথম দেখিলাম তোমার হাসি মাখা মুখ
সেদিন থেকেই শুরু
তার পর আর কিছু জানি না
যে দিন একগুচ্ছ টগর ফুল আমার হাতেে এনে দিলে
সেদিন কি তোমার মনে আমার ছবি দেখেছিলে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অসমাপ্ত গল্পটি ১৪/১০/২০১৪একসময় আমিও ছিলাম টগর ফুলের অপেক্ষায়; এখন অনেক টগর ফুল আসে তবে কেন জানি ফুলগুলো নিতে ইচ্ছে করেনা।
-
মোহাম্মদ তারেক ১৩/১০/২০১৪একগুচ্ছ টগর ফুল আমিও দিলাম কবি...
-
আফরান মোল্লা ১৩/১০/২০১৪ভালো লাগলো অনেক।কিছু কিছু শব্দ মনে হয় অপূর্ণ ছিল . . .