অপরূপা
অপরুপ রুপের অধীকারী তুমি সুন্দরী মেয়ে
পাগল হলাম আমি এক পলক চেয়ে।
কী যে রূপের মায়া আছে তোমার বদনে
তোমায় দেখে প্রেমের কাটাঁ বিধিল মোর মনে।
চোখ দুটো যেন তোমার কাল মেঘের মতন,
লাল ঠোটের কথা যেন কবিতা হতে চয়ন।
পাগল হলাম আমি এক পলক চেয়ে।
কী যে রূপের মায়া আছে তোমার বদনে
তোমায় দেখে প্রেমের কাটাঁ বিধিল মোর মনে।
চোখ দুটো যেন তোমার কাল মেঘের মতন,
লাল ঠোটের কথা যেন কবিতা হতে চয়ন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ১৩/১০/২০১৪বানানে একটু যত্ন নিতে হবে কবিবন্ধু -অনেক ভুল চোখে পড়ছে । কবিতা মোটামোটি ভালো লাগলো ।