চিরকুট
তুমি লিখেছিলে স্বপ্নের মাঝে এসে আমায় কবিতা শোনাবে।
তোমর দু হাত আমার হাতের উপরে রেখে ভালোবাসার শপথ নেবে।
জন্ম জন্মাতরে খুব কাছে পেতে চাই,আজ আমার প্রচন্ড জ্বর খুব মনে
পড়ছে তোমার চুলে বাদামি লেবুর গন্ধ কি অদ্ভুত মায়া!
অনেক চেষ্টা করেও চখের জল ধরে রাখতে পারছিনা।
আমার ছেলেবেলা,যৌবন তোমার মায়া মায়া চোখ দেখে
কেটেছে বৃদ্ধটাতে ও তোমাকে খুব কাছে পেতে চাই।
আর কতকাল অপেক্ষা করতে হবে জানিনা,তবুও তোমার
ভাঙ্গা ভাঙ্গা হাতের লেখার অপেক্ষায় আছি ।
তোমার নীল খামের চিরকুট কবে আসবে বলতে পারো?
সময়টা যে আমার খুব কম “বেনুবিনা”…খুব ঘটা করে চলে এসো ।
দক্ষিণা বাতাসে পাতলা সাদা চাদরটা শরীর থেকে পড়ে গেছে উফ্
আর পারছিনা প্রচন্ড শীত করছে।
বুকের বাম পাশের ব্যাথাটা ক্রমশ বেড়েই চলেছে।
বহুদিন হলো তোমার চিরকুট আসেনা।
ওষুধ গুলো ফুরিয়ে আসছে কিছু টাকা পাঠাতে পাড়বে?
জোর করছিনা ইচ্ছে হলে পাঠিও তোমার নীল খামে…
বিধাতা যেন তোমার শরীরে সাথে আমায় বেঁধে দিয়েছে
শত চেষ্টা করে ও এখনো চলে যেতে পাড়িনি
অপেক্ষায় আছি আর একটি পরকালের জন্য তুমি আসবে বলে……
তোমর দু হাত আমার হাতের উপরে রেখে ভালোবাসার শপথ নেবে।
জন্ম জন্মাতরে খুব কাছে পেতে চাই,আজ আমার প্রচন্ড জ্বর খুব মনে
পড়ছে তোমার চুলে বাদামি লেবুর গন্ধ কি অদ্ভুত মায়া!
অনেক চেষ্টা করেও চখের জল ধরে রাখতে পারছিনা।
আমার ছেলেবেলা,যৌবন তোমার মায়া মায়া চোখ দেখে
কেটেছে বৃদ্ধটাতে ও তোমাকে খুব কাছে পেতে চাই।
আর কতকাল অপেক্ষা করতে হবে জানিনা,তবুও তোমার
ভাঙ্গা ভাঙ্গা হাতের লেখার অপেক্ষায় আছি ।
তোমার নীল খামের চিরকুট কবে আসবে বলতে পারো?
সময়টা যে আমার খুব কম “বেনুবিনা”…খুব ঘটা করে চলে এসো ।
দক্ষিণা বাতাসে পাতলা সাদা চাদরটা শরীর থেকে পড়ে গেছে উফ্
আর পারছিনা প্রচন্ড শীত করছে।
বুকের বাম পাশের ব্যাথাটা ক্রমশ বেড়েই চলেছে।
বহুদিন হলো তোমার চিরকুট আসেনা।
ওষুধ গুলো ফুরিয়ে আসছে কিছু টাকা পাঠাতে পাড়বে?
জোর করছিনা ইচ্ছে হলে পাঠিও তোমার নীল খামে…
বিধাতা যেন তোমার শরীরে সাথে আমায় বেঁধে দিয়েছে
শত চেষ্টা করে ও এখনো চলে যেতে পাড়িনি
অপেক্ষায় আছি আর একটি পরকালের জন্য তুমি আসবে বলে……
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৮/০৩/২০১৫অনেক ভালো ।
-
তরুন ইউসুফ ২৩/০৩/২০১৫বেশ !
-
মল্লিকা রায় ২২/০৩/২০১৫বাহ্ চমৎকার কবিতা.
-
স্বপন রোজারিও(১) ২২/০৩/২০১৫খুবই সুন্দর লেখা।
-
কামরুল হাসান রাসেল ২২/০৩/২০১৫ধন্যবাদ কিব
-
সবুজ আহমেদ কক্স ২২/০৩/২০১৫মুগ্ধ হলাম পড়ে
-
শহিদুল ইসলাম লিটন ২১/০৩/২০১৫ভাল লাগল