দুঃখ
তুই আমার ছেলে বেলার নাটাই হাতে ঘুড়ি।
তুই আমার হৃদয়ের বেদনায় ফুলের কলি।
তুই কি পারবি,আমার হৃদয়ের চেনা মুখটাকে ফিরিয়ে দিতে?
তুই কি পারবি,আমার কবিতার নিত্য নতুন লাইন হতে?
তুই কি পারবি,আমার কাঁপানো হাতের লেখা রবী ঠাকুরে রাজপথ হতে?
ফিরিয়ে দে আমায় হারিয়ে যাওয়া কবিতার লাইন।
ফিরিয়ে দে আমায় 'ললনা'র এক ফোটা আশ্রু জল।
গভীর রাতে আজও তোকে আনুভব করি।
আনুভব করি আমার গলার পাশে,তোর হাতের স্পর্শ।
আজও ও বুঝলিনা পোড়া হৃদয়ে তোর যাতনা।
আজও বুঝলিনা তোকে ছাড়া আমি কত আসহায়......
তুই আমার হৃদয়ের বেদনায় ফুলের কলি।
তুই কি পারবি,আমার হৃদয়ের চেনা মুখটাকে ফিরিয়ে দিতে?
তুই কি পারবি,আমার কবিতার নিত্য নতুন লাইন হতে?
তুই কি পারবি,আমার কাঁপানো হাতের লেখা রবী ঠাকুরে রাজপথ হতে?
ফিরিয়ে দে আমায় হারিয়ে যাওয়া কবিতার লাইন।
ফিরিয়ে দে আমায় 'ললনা'র এক ফোটা আশ্রু জল।
গভীর রাতে আজও তোকে আনুভব করি।
আনুভব করি আমার গলার পাশে,তোর হাতের স্পর্শ।
আজও ও বুঝলিনা পোড়া হৃদয়ে তোর যাতনা।
আজও বুঝলিনা তোকে ছাড়া আমি কত আসহায়......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২২/০৩/২০১৫কাব্যতায় মুগ্ধ হলাম
-
কামরুল হাসান রাসেল ২১/০৩/২০১৫ধন্যবাদ
-
রইস উদ্দিন খান আকাশ ২১/০৩/২০১৫খুব সুন্দর
-
এম আর মিজান ২১/০৩/২০১৫দারুন
-
প্রদীপ কুমার ২০/০৩/২০১৫very nice....
-
নাজমুল আহসান ২০/০৩/২০১৫ভালবাসার জপমন্ত্র-ধন্যবাদ কবি ।
-
স্বপন রোজারিও(১) ২০/০৩/২০১৫সুন্দর হয়েছে।