মধুবালা
সকালের শিশির ভেজা বকুল ফুল গুলো আজও
তোমারি জন্য কলমি পাতাতে সাজিয়ে রেখেছি।
মধুবালা"আসবেনা তোমার সেই চেনা ঘরে?
সেই ঘরটাই যেখানে তোমার স্পর্শে আমার
চুল গুলো হয়ে ছিল এলমেলো।
সেই ঘরটাই যেখানে তোমার নি:শ্বাসে
ছিলো আমার নি:শ্বাস।
রুদ্ধদ্বার যুগ-যুগ হলো আজ ও
খুলিনি তুমি আসবে বলে।
ঘুনো পোকায় দরজায় বাসা বেঁধেছে,
দীর্ঘযুগ পেরিয়ে গেলো তুমি আসবে বলে
আর এলেনা।
মধুবালা" খুব কঠিন তুমি,কঠিন তোমার হৃদয়.....
তোমারি জন্য কলমি পাতাতে সাজিয়ে রেখেছি।
মধুবালা"আসবেনা তোমার সেই চেনা ঘরে?
সেই ঘরটাই যেখানে তোমার স্পর্শে আমার
চুল গুলো হয়ে ছিল এলমেলো।
সেই ঘরটাই যেখানে তোমার নি:শ্বাসে
ছিলো আমার নি:শ্বাস।
রুদ্ধদ্বার যুগ-যুগ হলো আজ ও
খুলিনি তুমি আসবে বলে।
ঘুনো পোকায় দরজায় বাসা বেঁধেছে,
দীর্ঘযুগ পেরিয়ে গেলো তুমি আসবে বলে
আর এলেনা।
মধুবালা" খুব কঠিন তুমি,কঠিন তোমার হৃদয়.....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নূরুজ্জামান নাঈম ১৪/০৩/২০১৫ভাল লিখেছেন।