রাশেদ ভুঁইঞা বিপ্লব
রাশেদ ভুঁইঞা বিপ্লব-এর ব্লগ
-
ঘুম জাগরণের কাব্যটা আমি ভুলে গেছি।
অদ্ভুত হাসেরা পালক ঝারে শেষ সন্ধ্যায়।
পৌঁছে গেছে পৌষের শেষ কুয়াশার ঘুম,
যে রাতে চাঁদকে আসতে দাওনি জানালায় [বিস্তারিত] -
বলেছি আগেও,
বলছি আবার,
প্রগাঢ় ভালবাসায় নির্মোহতা থাকে না,
মিলনের ব্যকুলতা গড়ে আস্তানা, [বিস্তারিত] -
ভাবনাগুলো তোমার সাথে
একটাও আর মিলছে না,
কেমন করে বোঝাই মনকে
তোমার কথা বলছে না। [বিস্তারিত] -
আমি যদিবা কখনো হারিয়ে যাই
ওই রাতের আকাশের অনন্ত নক্ষত্রবীথির মাঝে;
জেনে রেখো, তবু যুগের পর যুগ বেঁচে থাকবো-
তোমার নেয়া প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসের সাথে। [বিস্তারিত] -
তোমার এই স্পর্শের শীতল ছায়া
ধারন করেছি হৃদয় গহীনের
অন্ধ ভালবাসার নিবৃত্ত্বের গুহায়।
মানুষের চাওয়ার কতকিছু থাকে [বিস্তারিত] -
আমার স্বপ্ন দেখা শেষ হয়নি
শেষ হয়েছে রাত
কার পানে আজ বাড়িয়ে ধরেছি
শূন্য এ দু'হাত ? [বিস্তারিত] -
তুমি আমার দীর্ঘশ্বাস ছাড়া কিছুই নও
রাতের তারায় তুমি আর আস না।
আজকাল বহু রাত্রীতে আমার ঘুম আসেনা,
তোমার চোখের অভ্রখানির মুগ্ধতা [বিস্তারিত] -
কি অদ্ভুত তুমি !
ব্যথা দিয়ে বল, ব্যথা পেয়েছ ?
কাঁদিয়ে বল, কাঁদছও কেন ?
...♥ [বিস্তারিত] -
অতীতটা যদি স্বপ্ন হয়
সে স্বপ্ন ছিল তোমার আমার
স্বপ্নটা কি তুমিই দেখিয়েছিলে ?
না-কি একটি স্বপ্নের ফাঁদ পেতে ছিলে। [বিস্তারিত] -
সত্যি বলছি,
আমি স্বপ্ন দেখতে শেখাইনি তোমাকে ;
আমি নিজেও দেখতে চাইনি স্বপ্ন,
কিন্তু তোমার স্বপ্নময় চোঁখের দিকে তাকালেই - [বিস্তারিত] -
নিঃসঙ্গতাঁকে ডেকে আমি বলি,
সাথে থেকো
নিঃসঙ্গতা উলটো শুধায়,
পারবে তো ? [বিস্তারিত] -
তুই দেখিস,একদিন তোর গোলাপের কাঁটার নীচে নতুন কুঁড়ি গজাবে
অনেক ভোরে তোর দূঃখ পুকুরে উড়ে এসে নামনে স্বপ্নের সাদা হাঁস
ওরা আনন্দ বাতাস ছড়াবে
হেসে উঠবে তোর ত্রুন্দন আকাশ। [বিস্তারিত] -
নৈঃশব্দে যে পাতাটি ঝরে পড়ে অলস দুপুরে
আমি তার স্বপ্নের কথা ভাবছি;
আত্ম-ক্রন্দনে বিষাদের বিষবৃক্ষ আজ তাতেও
স্বপ্ন-দুঃস্বপ্নের এক আলো-আধারী ধুষরতাও কাঁদায় তোমায় [বিস্তারিত] -
বিশ্বাস নামক বস্তুটাকে একদা আমি অনেক বিশ্বাস করতাম কিন্তু এখন বিশ্বাস আমার খুব আপন শত্রু। বিশ্বাসের প্রতি যে ভালবাসাটা ছিলো তা এখন ঘৃণায় ভরপুর। প্রিয়জনদের কাছ থেকেই এই বিশ্বাসের প্রতি অনীহা বা শত্রুতা... [বিস্তারিত]
-
তোমাকে খুঁজি আমি
সূর্যোদয়ে পুব আকাশে,
প্রভাতের স্নিগ্ধতায়,
শিশির ভেজা দুর্বাঘাসে। [বিস্তারিত]
- ১
- ২