www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কি অদ্ভুত তুমি ♥♥

কি অদ্ভুত তুমি :) !
ব্যথা দিয়ে বল, ব্যথা পেয়েছ ?
কাঁদিয়ে বল, কাঁদছও কেন ?
...♥
♥... হাঁসিয়ে বল, হাঁসছ কেন ?
আমি কিছুই বলি না,
শুধু তোমার চোখে চোখ রেখে, বলি –
ও কিছু না ।
কি উন্মাদ তুমি !
কাছে টেনে বল, কাছে এসো না,
প্রশ্ন করে বল, কথা বলবে না,
হাঁসতে হাঁসতে বল, কি বিশ্রী তুমি,
পাশে বসে বল, দূরে যাও না,
হাত ছুঁয়ে বল, এসব
কি ?
আমি কিছুই বলি না,
শুধু তোমার চোখে চোখ রেখে,
বলি – ও কিছু না ।
কি উন্মনা তুমি !
হাতে ঘড়ি নিয়ে বল, কয়টা বাজে ?
ফুলে নাক শুঁকে বল, ফুল ভাল না,
কাঁধে কাঁধ রেখে বল, তুমি ভাল না,
ঘুম ঘুম চোখে বল, ঘুম আসে না ।
নির্বাক আমি,
কিছুই বলি না,
শুধু শুধু তোমার চোখে চোখ রেখে,
ফিসফিস
করে শিশিরের শব্দের মত-
বলি - ভালোবাসি <3!

(¯`·.·´¯)
` ·.¸.·´❤
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ০১/১১/২০১৩
    অনেক সুন্দর একটি কবিতা। প্রথম ক'টি লাইন মনে হয় আগেও পড়েছি। অনেক অনেক শুভকামনা কবির জন্য...
    • তাই নাকি ? অনেক ভালো লাগলো আপনার মন্তব্য , এত সুন্দর মন্তব্যের উত্তর আমি দিতে পারলাম না ,শুভকামনাসহ ধন্যবাদ রইল ভাই।
      • জহির রহমান ০২/১১/২০১৩
        আমি দুঃখিত রাশেদ ভাইয়া, শিরোনামে গুগলে একটু সার্চ দিয়ে ভিন্ন ভিন্ন সাইটে ভিন্ন নিকে পাইছি। তবে সত্যিই কবিতাটি অনেক সুন্দর। আমার ভাল লেগেছে...
  • মীর শওকত ০১/১১/২০১৩
    চমৎকার আবেগ জড়িত কবিতা। খুবই ভালো লেগেছে। তবে প্রথমের কয়েকটা লাইন খুব পরিচিত মনে হচ্ছে । আগেই যেন কোন কবির কবিতায় পড়েছি বলে মনে হচ্ছে ।
    • তাই নাকি ? এই কবিতাখানি আমার লেখা। অন্য কোন কবিতায় দেখেছেন,আমি জানি না। সুন্দর মন্তব্যের জন্য আমার আন্তরীক শূভকামনাসহ ধন্যবাদ ভাই।
  • রাশেদ ভাই খুব ভালো লাগলো।খুবই চমৎকার হয়েছে।শুভকামনা আপনার জন্য।
    • আমার আন্তরীক শূভকামনাসহ ধন্যবাদ , ভালো থাকুন ভাই।
  • Înšigniã Āvî ০১/১১/২০১৩
    khub bhalo
  • নাজমুন নাহার ০১/১১/২০১৩
    বেশ ভাল। শেষের লাইন কটা আরো ভাল ।
 
Quantcast