www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার অন্তর জুড়ে ❤ তোমার মায়ার বন্ধন।

সত্যি বলছি,
আমি স্বপ্ন দেখতে শেখাইনি তোমাকে ;
আমি নিজেও দেখতে চাইনি স্বপ্ন,
কিন্তু তোমার স্বপ্নময় চোঁখের দিকে তাকালেই -
আমি ভেসে যাই,
স্বপ্নের এক মোহময় জগতে।

যেখান থেকে আমি,
আমার নিজেকেও উদ্ধার করতে পারিনা।
মনে হয়,
হাত বাড়ালেই তোমায় ছোঁব !
বাতায়নেও পাই তোমার সুবাস-
কি অপরূপ মোহনীয়তা !

তবু আমি বুঝি তোমার অস্তিত্ব-
আমার মরমে মরমে !
মায়া ভরা তোমার দু'চোখ,
চেয়ে থাকে আমার অন্তর জুড়ে-
যেন ঘুমিয়ে থাকে,
আমার ভাবনার জলচৌকিতে।

মাঝে মাঝে মনে হয়,
তুমি খুব কাছেই আছ-
ভালো লাগার পূর্ণতায় ভরে।
এবার হেমন্তে আমি কুয়াশা হব,
নিরন্তর ভেজাবো,তোমায় আমার শিশিরে।

(¯`·.·´¯)
` ·.¸.·´❤
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সত্যিই অসাধারণ।খুবই ঝরঝরে একটি কবিতা।আপনার কবিতা য় আমি যেন নিজেকে ই খুজেঁ বেড়াচ্ছিলাম।খুব ভালো লাগলো।শুভকামনা সবসময়।
    • ভাই , কেমন আছেন ? শুভ সকাল আমার আন্তরীক শূভকামনাসহ ধন্যবাদ রইল।
  • রাখাল ৩০/১০/২০১৩
    চমৎকার হয়েছে ।
 
Quantcast