www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সময়ের উপকথা ♥♥

বিশ্বাস নামক বস্তুটাকে একদা আমি অনেক বিশ্বাস করতাম কিন্তু এখন বিশ্বাস আমার খুব আপন শত্রু। বিশ্বাসের প্রতি যে ভালবাসাটা ছিলো তা এখন ঘৃণায় ভরপুর। প্রিয়জনদের কাছ থেকেই এই বিশ্বাসের প্রতি অনীহা বা শত্রুতা জন্মে যখন সে বিশ্বাসকে পুঁজি করে লুকোচুরি খেলে। তখন কি আর বিশ্বাসকে বিশ্বাস করা যায় ?

তখন বুকের বাম দিকটায় হাত রেখে চিন চিন করে ব্যাথাটাকে অনুভব করে নীরব কষ্টের সাথে আলিঙ্গন করতে হয়। অনেকটা পরাজিত সময় অতিক্রান্ত করছি আর টের পাচ্ছি কে কতটুকু কাছের। আমার ভবিষ্যতের রং ধূসর কাচের মত আমার চোখের সামনে কচুরিপানা স্বরূপ ভাসমান। তবুও নীরব কষ্টের সাথে আলিঙ্গন নিঃশব্দে ক্রমাগত চলছে ... কাউকেই এখন আর বিশ্বাস করতে পারি না। করতে ইচ্ছেও হয় না। বিশ্বাস করতে গেলেই ভয় হয় যদি ঠকে যাই ?

আমার ভবিষ্যত
আমার কাছে ধূসর।
আমার অতীত
আমার কাছে অন্ধকার।
আমার বর্তমান
আমি যা আছি তাই।
বাঁচতে চাই বলে
স্বপ্ন দেখি;
স্বপ্নও মাঝে মাঝে
ধূসর হয়;
আমার চাওয়ার মত
চাওয়া ?
সে তো মুক্ত পাখি
খাঁচায় ঢুকলেই ভস্ম।
শুরু হয় লড়াই
অপেক্ষার না মৃত্যুর না মুক্তির ?
আমি কখনো অপেক্ষা করি না
ধৈর্য ধরি ... ♥

অপেক্ষা করলে নাও পেতে পারি
কিন্তু ধৈর্য ধরলে ঠিকই পাবো
আমি বিশ্বাস করি।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৭৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এতো কিছুর পরেও মানুষকে এগিয়ে যেতে হয়।সেই সামনে র দিনগুলো সাফল্যমন্ডিত হোক সেই প্রত্যাশা সবসময়।শুভকামনা আপনার জন্য।
    • ভাই , অশেষ ধন্যবাদ। অভিনন্দন সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকুন।
  • আরজু নাসরিন পনি ২৬/১০/২০১৩
    অনেক কষ্ট লাগল শুরুর কথা গুলো পড়ে ।
    আমাদের নিষ্পাপ ভালোবাসা, বিশ্বাসকে ভেঙ্গে গুড়িয়ে দেয় আমাদেরই খুব কাছের জন ।

    তবুওতো আমরা নতুন করে স্বপ্ন দেখি ।
    স্বপ্ন ছাড়া মানুষ কি বাঁচে ?
    শুভকামনা রইল রাশেদ ।।
    • ভালোভাবার মনুষ এমনি হতে হয়,সুন্দর মন সুন্দর মনকে চিনে নিতে হয়,তবেই থাকে বন্ধন,আপনার মন্তব্য দেখে আমি মুগ্ধ। আপনার সুন্দর মন্তব্যের জন্য আমার অশেষ ধন্যবাদসহ শুভেচ্ছা রইল।
  • ফাহমিদা ফাম্মী ২৫/১০/২০১৩
    আমি কখনো অপেক্ষা করি না ধৈর্য ধরি ।।
    খুব ভালো লাগলো কবিতা টা :)
  • জহির রহমান ২৫/১০/২০১৩
    "...অপেক্ষা করলে নাও পেতে পারি
    কিন্তু ধৈর্য্য ধরলে ঠিকই পাবো
    আমি বিশ্বাস করি।"
    অনেক ভালো লেগেছে কথাগুলো।
    শুভেচ্ছা অবিরত...
  • Nasima Korim ২৫/১০/২০১৩
    চমৎকার লিখেছেন অনেক সুন্দর মুগ্ধ হয়ে গেলাম কবি।
  • Moli Hayder Nishi ২৫/১০/২০১৩
    শতভার কষ্ট দুঃখ অনন্ত চুমুকে শুষে নিয়ে নীলকন্ঠি হই তবু ভালোবাসার মাঝে রই,কত রঙের শারী পড়ি কবিতা..........ভালো।অনেক সুন্দর শব্দে সাজিয়েছ ব্যথা। শুভকামনা কবির জন্য।
  • কবীর হুমায়ূন ২৫/১০/২০১৩
    বিশ্বাসহীন প্রাণ জড় পদার্থের মতোন।

    লেখার স্টাইল ভালো ।
 
Quantcast