তোমাকে খুঁজি আমি ❤
তোমাকে খুঁজি আমি
সূর্যোদয়ে পুব আকাশে,
প্রভাতের স্নিগ্ধতায়,
শিশির ভেজা দুর্বাঘাসে।
জানালার ফাঁকে উঁকি দেয়া
স্নিগ্ধ আলোর পরশে,
পাখির কিচিরমিচির,আর ... ❤
ভোরের মৃদুমন্দ বাতাসে।
তোমাকে খুঁজি আমি
কাক ডাকা দুপুরে,
কর্মময় শত ব্যস্ততায়,
সীমাহীন কষ্টেরও ভিতরে।
ব্যস্তময় কংক্রিট এর শহরে
হাজারো লোকের ভিড়ে,
চেনা সেই প্রিয়মুখ,
শুধু খোঁজে ফেরে।
তোমাকে খুঁজি আমি
চায়ের কাপে পড়ন্ত বিকেলে,
গোধূলির রক্তিম আভায়
নীড়ে ফেরা পাখিদের দলে।
প্রকৃতির নির্মলতায় খুঁজি
তোমার অমলিন নির্মল হাসি,
আমি যে তোমার ই প্রিয়া
তোমাকেই বড় ভালবাসি।
(¯`·.·´¯)
` ·.¸.·´❤
সূর্যোদয়ে পুব আকাশে,
প্রভাতের স্নিগ্ধতায়,
শিশির ভেজা দুর্বাঘাসে।
জানালার ফাঁকে উঁকি দেয়া
স্নিগ্ধ আলোর পরশে,
পাখির কিচিরমিচির,আর ... ❤
ভোরের মৃদুমন্দ বাতাসে।
তোমাকে খুঁজি আমি
কাক ডাকা দুপুরে,
কর্মময় শত ব্যস্ততায়,
সীমাহীন কষ্টেরও ভিতরে।
ব্যস্তময় কংক্রিট এর শহরে
হাজারো লোকের ভিড়ে,
চেনা সেই প্রিয়মুখ,
শুধু খোঁজে ফেরে।
তোমাকে খুঁজি আমি
চায়ের কাপে পড়ন্ত বিকেলে,
গোধূলির রক্তিম আভায়
নীড়ে ফেরা পাখিদের দলে।
প্রকৃতির নির্মলতায় খুঁজি
তোমার অমলিন নির্মল হাসি,
আমি যে তোমার ই প্রিয়া
তোমাকেই বড় ভালবাসি।
(¯`·.·´¯)
` ·.¸.·´❤
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৫/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/১০/২০১৩খুবই সুন্দর লিখেছেন ভাইয়া।মন ছুঁইয়ে গেল।ভালো লাগলো।
-
জহির রহমান ২৪/১০/২০১৩সুন্দর লিখছেন। শুভেচ্ছা কবিকে...
-
এডমিন ২৪/১০/২০১৩দয়া করে কোন ব্লগে ফোন নাম্বার বা ব্যক্তিগতভাবে যোগাযোগের অন্য কোন তথ্য প্রকাশ করবেন না।
সুমনের গানের মতো...
প্রথমত আমি তোমাকে চাই...এমন ।
পড়তে ভালো লাগলো বেশ ।
শুভেচ্ছা রইল রাশেদ ।।