দোহাই লাগে তোমার
তোমার কাছে এসে দাঁড়ালেই
চোখে,ঠোঁটে,আঙুলে অজস্র শব্দেরা ভিড় করে;
যেন ঝড়ের বন্ধ দরজায় দুপদাপ হাওয়ার করাঘাত।
প্রজাপতি হয় কথারা,কবিতারা উড়তে চায়-
দোলনচাঁপা আর অপরাজিতার গা ছুঁয়ে ছুঁয়ে।
কখনোবা অফুরন্ত স্রোতের মতো-❤
আমার গহীন নদীর তীরে ভীষণ জল আছড়ে প'রে।
অথচ এমনিতে তোমাকে না দেখলে,
তোমার চোখের সামনে এসে না দাঁড়ালে,
আমি থাকি-❤
শব্দহীন, অর্থহীন,এক নির্বাক পাথর !
এমনিতে তুমিহীন আমার তাপাঙ্ক হিমাংকেরও অনেক নিচে।
তখন আমি থাকি-❤
বরফ ফুলের বুকে চাপা প'রা বেদনাহত এক রেশমপোকা।
দোহাই লাগে তোমার,
এভাবেই অজস্রবার এসে পূর্ণ করো আমায়,
প্রতিমুহূর্তের অসম্ভব প্রার্থনার মতো !
(¯`·.·´¯)
` ·.¸.·´❤
চোখে,ঠোঁটে,আঙুলে অজস্র শব্দেরা ভিড় করে;
যেন ঝড়ের বন্ধ দরজায় দুপদাপ হাওয়ার করাঘাত।
প্রজাপতি হয় কথারা,কবিতারা উড়তে চায়-
দোলনচাঁপা আর অপরাজিতার গা ছুঁয়ে ছুঁয়ে।
কখনোবা অফুরন্ত স্রোতের মতো-❤
আমার গহীন নদীর তীরে ভীষণ জল আছড়ে প'রে।
অথচ এমনিতে তোমাকে না দেখলে,
তোমার চোখের সামনে এসে না দাঁড়ালে,
আমি থাকি-❤
শব্দহীন, অর্থহীন,এক নির্বাক পাথর !
এমনিতে তুমিহীন আমার তাপাঙ্ক হিমাংকেরও অনেক নিচে।
তখন আমি থাকি-❤
বরফ ফুলের বুকে চাপা প'রা বেদনাহত এক রেশমপোকা।
দোহাই লাগে তোমার,
এভাবেই অজস্রবার এসে পূর্ণ করো আমায়,
প্রতিমুহূর্তের অসম্ভব প্রার্থনার মতো !
(¯`·.·´¯)
` ·.¸.·´❤
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Moli Hayder Nishi ২৫/১০/২০১৩দারুণ মিষ্টি ...সুন্দর ..কবিতাখানি... শুভ কামনা কবি।
-
আরজু নাসরিন পনি ২৩/১০/২০১৩এভাবেই অজস্রবার পূর্ণ করো আমায় প্রতিবারের অসম্ভব প্রার্থনার মতো...লাইন দু'টো ভালো লাগলো খুব ।
শুভেচ্ছা রইল কবির জন্যে ।। -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/১০/২০১৩চমৎকার লিখেছেন।খুবই সুন্দর কিছু ভাবনা র অবতারণা করেছেন কবিতা য়।ভালো লাগলো।শুভকামনা আপনার জন্য।