অতৃপ্ত জীবনে তৃপ্তিকে ছোঁয়ার নেশা
আমাদের এই লাল-নীল শহরটা
বড় বেশি ব্যস্ত হয়ে পড়েছে,
আমরা সবাই’ই হয়ত
খুব বেশি পাল্টে যাই,
নাকি পাল্টে যাওয়ার অভিনয় করি,
কে জানে ?
জীবন স্রোতে ভেসে যায়
স্মৃতির বর্ণমালা।
অতৃপ্ত জীবনে তৃপ্তিকে ছোঁয়ার নেশা,
আমাদের মাতাল করে তোলে।
আমরা ছুটে বেড়াই,
সুখ পাখি ধরার মিথ্যে আশায়।
ক্ষতি কি,
এক টুকরো নীল আকাশ নিয়ে বেঁচে থাকায় ?
যেখানে মুক্ত গাঙ্গচীল উড়ে বেড়ায়।
কি এমন আসে যায়,
হারিয়ে যাওয়া একলা মানুষের,
একা নির্বাসনে থাকায়।
(¯`·.·´¯)
` ·.¸.·´❤ ০০৮৮০১৭১১৮৩২৬৫৭
বড় বেশি ব্যস্ত হয়ে পড়েছে,
আমরা সবাই’ই হয়ত
খুব বেশি পাল্টে যাই,
নাকি পাল্টে যাওয়ার অভিনয় করি,
কে জানে ?
জীবন স্রোতে ভেসে যায়
স্মৃতির বর্ণমালা।
অতৃপ্ত জীবনে তৃপ্তিকে ছোঁয়ার নেশা,
আমাদের মাতাল করে তোলে।
আমরা ছুটে বেড়াই,
সুখ পাখি ধরার মিথ্যে আশায়।
ক্ষতি কি,
এক টুকরো নীল আকাশ নিয়ে বেঁচে থাকায় ?
যেখানে মুক্ত গাঙ্গচীল উড়ে বেড়ায়।
কি এমন আসে যায়,
হারিয়ে যাওয়া একলা মানুষের,
একা নির্বাসনে থাকায়।
(¯`·.·´¯)
` ·.¸.·´❤ ০০৮৮০১৭১১৮৩২৬৫৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/১০/২০১৩সুন্দর আপনার ভাবনা ।সেই.সাথে সুন্দর আপনার আকাংখা।খুবই ভা লো লাগলো কবিতা।
-
আরজু নাসরিন পনি ২১/১০/২০১৩কবিতাটা পড়ে বিষন্নতার বদলে কেমন যেন সুখ সুখ অনুভূতি হলো ।
শব্দচয়নে মন ভরে গেল ।
আর শেষে যে, সিম্বল দিলেন...খুব ভালো লাগা রইল ।।