যখন আমি তোমার ছিলাম
ভাবনাগুলো তোমার সাথে
একটাও আর মিলছে না,
কেমন করে বোঝাই মনকে
তোমার কথা বলছে না।
যখন আমি তোমার ছিলাম
একটুও তো বুঝলে না,
আপন থেকে পর হলাম
কোন কারণ তো খুজলে না।
অস্থিরতা আসে না কোন কাজে
অস্থিরতায় মনের বারোটা বাজে
যেটা ঘটার সেটাই ঘটে শেষে
গলা টেনে বলি আসলেই বটে,
আপনজন না থাকলে তিন কূলে
ধৈর্য হারাই না যেন কোন ভুলে,
হয় না জানা কি আছে মুলে
সব স্বভাব যায় কি আর ধূলে।
(¯`·.·´¯)
` ·.¸.·´❤
একটাও আর মিলছে না,
কেমন করে বোঝাই মনকে
তোমার কথা বলছে না।
যখন আমি তোমার ছিলাম
একটুও তো বুঝলে না,
আপন থেকে পর হলাম
কোন কারণ তো খুজলে না।
অস্থিরতা আসে না কোন কাজে
অস্থিরতায় মনের বারোটা বাজে
যেটা ঘটার সেটাই ঘটে শেষে
গলা টেনে বলি আসলেই বটে,
আপনজন না থাকলে তিন কূলে
ধৈর্য হারাই না যেন কোন ভুলে,
হয় না জানা কি আছে মুলে
সব স্বভাব যায় কি আর ধূলে।
(¯`·.·´¯)
` ·.¸.·´❤
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফাহমিদা ফাম্মী ০৮/১১/২০১৩
-
Înšigniã Āvî ০৮/১১/২০১৩osadharon
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৮/১১/২০১৩ভালো লাগলো ভাইয়া।
একটুও তো বুঝলে না
আপন থেকে পর হলাম
কারন তো খুজলে না ...
অসাধারন ভাই