গরিবের কথা
যারা পায়না খেতে দুমুঠো ভাত,
যাদের রাখেনা কেও হিসাব।
রাতে দেখতে বারন যাদের স্বপ্ন,
পেটের জন্য যারা ঝরায় রক্ত।
সমাজে নেই যাদের জায়গা,
যারা কাটায় কষ্টে জীবনটা।
তাই "বামুনের চাঁদ" স্বপ্ন দেখে,
ওরাও দুবেলা যেন পায় খেতে।
মানুষ গুলো এবার পাক মূল্য,
এই সমাজে এরাই তো বহুমূল্য।
ওরাও স্বপ্ন দেখুক এবার,
সমান মনুষ্যত্বের দর্জা হোক সবার।
মাথার উপরে থাকুক একটা ছাদ,
ফেলতে পারে যেন শান্তিতে নিঃশ্বাস।
যাদের রাখেনা কেও হিসাব।
রাতে দেখতে বারন যাদের স্বপ্ন,
পেটের জন্য যারা ঝরায় রক্ত।
সমাজে নেই যাদের জায়গা,
যারা কাটায় কষ্টে জীবনটা।
তাই "বামুনের চাঁদ" স্বপ্ন দেখে,
ওরাও দুবেলা যেন পায় খেতে।
মানুষ গুলো এবার পাক মূল্য,
এই সমাজে এরাই তো বহুমূল্য।
ওরাও স্বপ্ন দেখুক এবার,
সমান মনুষ্যত্বের দর্জা হোক সবার।
মাথার উপরে থাকুক একটা ছাদ,
ফেলতে পারে যেন শান্তিতে নিঃশ্বাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ব্রহ্ম ২৬/০৩/২০২০মর্মস্পর্শী।
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৫/২০১৯সুন্দর ভাবনা।
-
নাসরীন আক্তার রুবি ১০/০৫/২০১৯শুভকামনা কবি,ভালো লিখেছেন।
-
শেখ সাদী মারজান ০৯/০৫/২০১৯ভালো লিখেছেন। শুভেচ্ছা রইলো ...