অন্য হাসি
আজ সেই দিন টার কথা খুব মনে পড়ছে। সত্যি খুব মজা করেছিলাম বন্ধুদের সঙ্গে। অনেক দিন পরে খুব হেসেছিলাম। কেও বলে আমি নাকি পাগল, হাসতে ভুলে গেছি।
যদিও ছবি গুলিতে নিছকই কৃত্রিম হাসির চেষ্টা করি, তাই বলে আমি হাসতে ভুলে যাইনি।
আমিও হাসি,
যখন আমার বন্ধুরা আমার সাথে থাকে।
আমিও হাসি,
যখন আমার পরিবার আমার পাশে থাকে।
আমাকেও হাসতে হয়,
যখন আমার সেই স্কুল জীবনের পাগলামির কথা মনে পড়ে, আর শুধু ভাবি কত বোকা ছিলাম আমি।
হ্যা, আমিও হাসি,
যখন ছোটবেলার সেই ঠাকুর ঘরের থেকে নাড়ু চুরি করে খাওয়ার কথা মনে পড়ে যায়।
আর আমিও হাসি,
যখন মনে পড়ে দুটো কাচের বোতল নিয়ে বরফ ওয়ালার পিছনে ছুট্টে যেতাম।
আর আমাকেও হাসায়,
যখন মনে পড়ে বইয়ের মধ্যে রাখা ময়ূরের পালক, আর বার বার খুলে দেখা সেটা বড় হয়েছে কিনা।
কিন্তু এসব আর কিছুই এখন নেই।
তবু আমি হাসি।
হ্যা এটা ঠিক যে,
এখনো মাঝে মাঝে স্কুলে যাই, নিজের দরকারে, কিন্তু সেই পাগলামি আর করি না।
এখনো বাড়িতে নাড়ু,মোয়া বানানো হয়, কিন্তু আর চুরি করে খাই না।
আজও সেই বরফওয়ালা আসে, ওয়ালেটে টাকাও থাকে কিন্তু সেই নারকেলের বরফ আর খাওয়া হয় না।
আজও বই পড়তে হয়....
কিন্তু ময়ূরের পালক আর রাখি না।
তবু আমি হাসি..........
কিন্তু এই সব হাসিই এখন নীরবে হাসি, একা একা।
হতে পারে এই হাসির কোনো বাস্তবতা নেই।
হতে পারে এই হাসিতে গোটা চারেক দাঁত বেরোয় না।
কিন্তু সত্যি বলছি,
এই হাসি অন্য হাসি গুলির থেকে কোনো অংশে কম নয়।
এই হাসি আমার নিজের।
আমার একান্ত আপন.......
যদিও ছবি গুলিতে নিছকই কৃত্রিম হাসির চেষ্টা করি, তাই বলে আমি হাসতে ভুলে যাইনি।
আমিও হাসি,
যখন আমার বন্ধুরা আমার সাথে থাকে।
আমিও হাসি,
যখন আমার পরিবার আমার পাশে থাকে।
আমাকেও হাসতে হয়,
যখন আমার সেই স্কুল জীবনের পাগলামির কথা মনে পড়ে, আর শুধু ভাবি কত বোকা ছিলাম আমি।
হ্যা, আমিও হাসি,
যখন ছোটবেলার সেই ঠাকুর ঘরের থেকে নাড়ু চুরি করে খাওয়ার কথা মনে পড়ে যায়।
আর আমিও হাসি,
যখন মনে পড়ে দুটো কাচের বোতল নিয়ে বরফ ওয়ালার পিছনে ছুট্টে যেতাম।
আর আমাকেও হাসায়,
যখন মনে পড়ে বইয়ের মধ্যে রাখা ময়ূরের পালক, আর বার বার খুলে দেখা সেটা বড় হয়েছে কিনা।
কিন্তু এসব আর কিছুই এখন নেই।
তবু আমি হাসি।
হ্যা এটা ঠিক যে,
এখনো মাঝে মাঝে স্কুলে যাই, নিজের দরকারে, কিন্তু সেই পাগলামি আর করি না।
এখনো বাড়িতে নাড়ু,মোয়া বানানো হয়, কিন্তু আর চুরি করে খাই না।
আজও সেই বরফওয়ালা আসে, ওয়ালেটে টাকাও থাকে কিন্তু সেই নারকেলের বরফ আর খাওয়া হয় না।
আজও বই পড়তে হয়....
কিন্তু ময়ূরের পালক আর রাখি না।
তবু আমি হাসি..........
কিন্তু এই সব হাসিই এখন নীরবে হাসি, একা একা।
হতে পারে এই হাসির কোনো বাস্তবতা নেই।
হতে পারে এই হাসিতে গোটা চারেক দাঁত বেরোয় না।
কিন্তু সত্যি বলছি,
এই হাসি অন্য হাসি গুলির থেকে কোনো অংশে কম নয়।
এই হাসি আমার নিজের।
আমার একান্ত আপন.......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/১০/২০১৯অসাম
-
নাসরীন আক্তার রুবি ১১/০৬/২০১৯একা একাও হাসা যায়।
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৫/২০১৯জীবনস্মৃতি।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৫/২০১৯ভালো