স্বপ্ন পূরণের ইচ্ছে
ইচ্ছে করে দেখতে তোমায়,
ধরবো তোমার মলিন হাত।
স্বপ্নতেতো বাড়িয়ে দুহাত,
ঘুছিয়েছো তোমার দূরত্বের অভাব।
ইচ্ছে ছিল দেখবো তোমার,
শুকনো ঠোঁটের হাসির বাহার।
নাক ফুলিয়ে রাগটি তোমার,
রঙিন করে যত স্বপ্ন আমার।
তাই স্বপ্ন যদি হয় গো পূরণ,
থাকবো সাথে জীবন-মরণ।।
ধরবো তোমার মলিন হাত।
স্বপ্নতেতো বাড়িয়ে দুহাত,
ঘুছিয়েছো তোমার দূরত্বের অভাব।
ইচ্ছে ছিল দেখবো তোমার,
শুকনো ঠোঁটের হাসির বাহার।
নাক ফুলিয়ে রাগটি তোমার,
রঙিন করে যত স্বপ্ন আমার।
তাই স্বপ্ন যদি হয় গো পূরণ,
থাকবো সাথে জীবন-মরণ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৫/২০১৯বাঃ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/০৪/২০১৯Good
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৪/২০১৯ভালো।