কথা
কেও আমায় দিয়েছিল কথা,
কখনও যাবেনা সে ছেড়ে অযথা।
আজ যদিও গো পাই একটুও ব্যথা,
আমায় এসে তুমি কেনো বকোনা।
চলে যদি সেই যেতেই হলো,
কথা দেবার কিই বা প্রয়োজন ছিল।
বিষণ্ণতা আজ আমায় জরিয়ে,
কেনই বা রাখলেনা তোমার বুকে আগলিয়ে।
আজ হৃদয় আমার ব্যথায় ভরা,
তাইতো আমি ভীষণ মনমরা।
আসবেনা জানি কোনোদিনও ফিরে,
তবে কেনই বা আছো আমার দুচোখ ঘিরে।
সেই মারবেই যদি আমায় তিলে তিলে,
কেনই বা তবে কথা দিয়েছিলে।
কখনও যাবেনা সে ছেড়ে অযথা।
আজ যদিও গো পাই একটুও ব্যথা,
আমায় এসে তুমি কেনো বকোনা।
চলে যদি সেই যেতেই হলো,
কথা দেবার কিই বা প্রয়োজন ছিল।
বিষণ্ণতা আজ আমায় জরিয়ে,
কেনই বা রাখলেনা তোমার বুকে আগলিয়ে।
আজ হৃদয় আমার ব্যথায় ভরা,
তাইতো আমি ভীষণ মনমরা।
আসবেনা জানি কোনোদিনও ফিরে,
তবে কেনই বা আছো আমার দুচোখ ঘিরে।
সেই মারবেই যদি আমায় তিলে তিলে,
কেনই বা তবে কথা দিয়েছিলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেখ ফারুক হোসেন ০১/০৫/২০১৯ভালোই লাগলো
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০৪/২০১৯Good..
-
কাজী জুবেরী মোস্তাক ২৬/০৪/২০১৯অপূর্ব
-
জসিম বিন ইদ্রিস ২৫/০৪/২০১৯কথা ছিল তিলে তিলে অযথা ব্যথা দিবেনা...অসাধারণ
-
সায়েম মুর্শেদ ২৫/০৪/২০১৯কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না।