ভাবভেদ
বাবা: বলতো মা তুই বড়ো হয়ে কি হতে চাস?
আয়েশা: বাবা আমি বড়ো হয়ে ছেলে হতে চাই!
বাবা: হেসে বললেন "কেনো রে মা তুই ছেলে হতে চাস কেন?"
আয়েশা: মা বলে তার ছেলে পছন্দ। ছেলে হলে তাকে ইঞ্জিনিয়ার বানাতো।
আচ্ছা বাবা আমি যদি ছেলেদের মতো ছোটো চুল রাখি, ছেলেদের জামা পড়ি তাহলে আমি মায়ের পছন্দের মতো ছেলে হতে পারবো তাইনা!
বাবা: লজ্জায় মাথা নীচু করে আয়েশাকে জড়িয়ে ধরে বললেন "তুই ছেলেদের থেকে কোনো অংশে কম না রে মা।"
আয়েশা: বাবা আমি বড়ো হয়ে ছেলে হতে চাই!
বাবা: হেসে বললেন "কেনো রে মা তুই ছেলে হতে চাস কেন?"
আয়েশা: মা বলে তার ছেলে পছন্দ। ছেলে হলে তাকে ইঞ্জিনিয়ার বানাতো।
আচ্ছা বাবা আমি যদি ছেলেদের মতো ছোটো চুল রাখি, ছেলেদের জামা পড়ি তাহলে আমি মায়ের পছন্দের মতো ছেলে হতে পারবো তাইনা!
বাবা: লজ্জায় মাথা নীচু করে আয়েশাকে জড়িয়ে ধরে বললেন "তুই ছেলেদের থেকে কোনো অংশে কম না রে মা।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইকান ০৯/০৭/২০১৯ভালো লেগেছে
-
নাসরীন আক্তার রুবি ০৮/০৫/২০১৯ভালো লাগলো।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৪/২০১৯বাঃ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/০৪/২০১৯Good...