শেষ প্রতিশ্রুতি
রাহুল ভাবল হয়তো তারই জন্য সপ্না কলেজের পড়ায় মন দিতে পারছে না। আবার সপ্না ভাবলো তাদের সম্পর্কের জন্যই রাহুল হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারছে না।
অতিপরিচিত শিমুল গাছটির নীচে তারা সম্ভবত শেষবারের মতো মুখোমুখি হলো। সপ্না চোখের জল আড়াল করার জন্যে ঘুরে দাঁড়িয়ে বললো- "খুঁজে নিয়ো কাওকে যে আমার থেকে বেশী ভালোবাসবে।" রাহুল অস্পষ্ট গলায় বলেছিলো- "ভালো থেকো ততটা যতটা ভালো থাকলে তুমি আমায় ভুলতে পারবে।" দুটো কোমল হৃদয় কোনো বাধা ছাড়াই চিরদিনের মতো আলাদা হয়ে গেল।
দুরে দাঁড়িয়ে বন্ধু হিসেবে দুটো নিষ্পাপ হৃদয়ের মৃত্যুর সাক্ষী থাকলাম।
অতিপরিচিত শিমুল গাছটির নীচে তারা সম্ভবত শেষবারের মতো মুখোমুখি হলো। সপ্না চোখের জল আড়াল করার জন্যে ঘুরে দাঁড়িয়ে বললো- "খুঁজে নিয়ো কাওকে যে আমার থেকে বেশী ভালোবাসবে।" রাহুল অস্পষ্ট গলায় বলেছিলো- "ভালো থেকো ততটা যতটা ভালো থাকলে তুমি আমায় ভুলতে পারবে।" দুটো কোমল হৃদয় কোনো বাধা ছাড়াই চিরদিনের মতো আলাদা হয়ে গেল।
দুরে দাঁড়িয়ে বন্ধু হিসেবে দুটো নিষ্পাপ হৃদয়ের মৃত্যুর সাক্ষী থাকলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ১০/০৫/২০১৯ভালো লাগলো।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৪/২০১৯ছোট্ট অভিজ্ঞতা!