মানুষ তব
মানুষ তবু ভূমির সাথে সমকোণে দাঁড়িয়ে থাকে
ইতিউতি করে, পৃথিবী দেখে...
মাঝে মাঝে উপরে তাকায়, যেন আকাশও সম্পর্কিত
তার এই দাঁড়িয়ে থাকার সাথে।
যেন মেঘ জমে, বাতাসে বৃষ্টির পূর্বাভাস, মাটিতে
ভেজা গন্ধের অপেক্ষা...
দিনশেষে ডায়রির পাতাজুড়ে
আজ তুমি কোথাও ছিলে না।
ইতিউতি করে, পৃথিবী দেখে...
মাঝে মাঝে উপরে তাকায়, যেন আকাশও সম্পর্কিত
তার এই দাঁড়িয়ে থাকার সাথে।
যেন মেঘ জমে, বাতাসে বৃষ্টির পূর্বাভাস, মাটিতে
ভেজা গন্ধের অপেক্ষা...
দিনশেষে ডায়রির পাতাজুড়ে
আজ তুমি কোথাও ছিলে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৮/০১/২০১৫
-
অ ১৭/০১/২০১৫চমৎকার হয়েছে ।।
-
কৌশিক আজাদ প্রণয় ১৭/০১/২০১৫কবিতার বোধে শূন্যতার ঘ্রাণ পেলাম কবি। কান্না আর হাহাকারের যেই চমৎকার বর্ণনা দিলেন!! মেঘ, বৃষ্টির পূর্বাভাস, মাটিতে ভেজা গন্ধের অপেক্ষা। আমার কাছে দারুণ লাগলো কবিতাটি।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/০১/২০১৫হমমম। ভালো হয়েছে। চালিয়ে যান।
সুন্দর হয়েছে