তুমি হয়ে গেছ
হায় হায় ব্যাবিলন ছাই হয়ে গেল?
এশিরিয়া ধুলো হয়ে গেলো?
অথচ সেই ধুলো, সেই ছাই উড়িয়ে উড়িয়ে
আমি চিরকালীন জীবন্ত গল্প কোন
খেয়ানৌকা, চর— শান্ত বাতি আর ভিজে গন্ধ
আর মৃদু কলরব
আঁকতেই তুমি এসে প্রিয়তমা—
তুমি এসে বললে, 'আমাকে আঁকছ?'
আরে হ্যাঁ!
(জানিনা কোন বিস্ময়ে) এ তো তুমি হয়ে গেছ...
❑ রনক জামান
এশিরিয়া ধুলো হয়ে গেলো?
অথচ সেই ধুলো, সেই ছাই উড়িয়ে উড়িয়ে
আমি চিরকালীন জীবন্ত গল্প কোন
খেয়ানৌকা, চর— শান্ত বাতি আর ভিজে গন্ধ
আর মৃদু কলরব
আঁকতেই তুমি এসে প্রিয়তমা—
তুমি এসে বললে, 'আমাকে আঁকছ?'
আরে হ্যাঁ!
(জানিনা কোন বিস্ময়ে) এ তো তুমি হয়ে গেছ...
❑ রনক জামান
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/০১/২০১৫হমমম। রোমান্টিক লেখা ভালো লাগলো............
-
অনিরুদ্ধ বুলবুল ১৬/০১/২০১৫নতুন ধারার শব্দ প্রক্ষেপণ, বেশ কাব্যিক ও উন্নত মানের কবিতা কোন সন্দেহ নেই। আমি সেদিক থেকে বেশ সেকেলে, তাই এজাতীয় কবিতা বুঝতে পারি কম। তবে এই কবিতার শেষ লাইনটায় মনে হল বেশ চমৎকারিত্ব আছে। ভাল লাগল কবি। শুভেচ্ছা রইল।
-
অ ১৪/০১/২০১৫সুন্দর ।
মুগ্ধ হলাম । -
... ১৪/০১/২০১৫ভালো।
-
স্বপন রোজারিও(১) ১৪/০১/২০১৫ভাল হয়েছে