রানাকবি
নিজের সম্পর্কে কিছু না বলে কিভাবে শুরু করি। তাই নিজের কথা দুইটি লাইনের মাঝে তুলে ধরি।
"""কবিতা লিখা শখ আমার
কবিতা লিখতে চাই
কবি হব না তাই তবু
কবিতা লিখে যাই। """""
"""কবিতা লিখা শখ আমার
কবিতা লিখতে চাই
কবি হব না তাই তবু
কবিতা লিখে যাই। """""
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ চৌধুরী. ০৫/০৩/২০১৬
-
প্রদীপ চৌধুরী. ০৫/০৩/২০১৬কবিতা এমনি তেই হয়| আর যে কবিতা এমনিতে হয় সেটা প্রকৃত কবিতা, তাতে ছন্দ অলংকারের প্রয়োজন হয়না|
তবে য়ারা কবি তারা নিশ্চয় ছন্দ তাল মিলিয়ে লিখবেন| -
গাজী তৌহিদ ০৪/০৩/২০১৬কবি হওয়ার শখ না থাকলে কবিতা লিখে কি লাভ?
আরেকটু গুছিয়ে লেখা দরকার! -
দেবব্রত সান্যাল ২৩/০১/২০১৬নিজের সম্বন্ধে ভালো করে লিখুন। কবির পরিচয় তার কবিতায়। ভালো লিখুন, পাঠক চিনে নেবে।
তবে যারা কবি তারা নিশ্চয় ছন্দ তাল মিলিয়ে লিখবেন|