www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবন্তীকা

অবন্তীকা

--রানাকবি ( Ranakobi)


অবন্তীকা
কল্পনা না বাস্তব বোঝার
আগেই তোমার আগমন
আমার জীবনে, হঠাৎ
সেদিন হয়তো পাখি হয়ে
এসে
মনটাকে নিয়ে গেছো
তোমার সাথে
কিছু বলতেই পারি নি
তোমার ঐ মিনিট পাঁচের
পরিচয়,
নিস্পলক তোমার চাহনি আর
চাহনিযুক্ত কথা
আমাকে হয়তো কিছু বলতে
চেয়েছিলো
কিন্তু আমি তো অবুঝ
ছিলাম
কিছুই বুঝতে পারিনি
পারিনি বুঝতে সেই
চাহনিযুক্ত কথা
জীবনের প্রথম প্রেম, প্রথম
ভালবাসা


অবন্তীকা,
কিছু না বলে কেন হারিয়ে
গেলে
আমি অবুঝ ছিলাম কিন্তু
তুমি
তুমি কিছু না বলে কেন
গেলে
যতক্ষণে আমি বুঝেছি
ততক্ষণে
তুমিতো মিশে গিয়েছো
কল্পনায়
খালি হাতে যাওনি তো
নিয়ে গিয়েছো আমার সব
অনুভুতি,
আমার মন, সবকিছু।
কিছুই রেখে যাওনি
জীবন নদীর মোহনায় এসে
চলে গিয়েছো, রেখে
যাওনি কিছু।


অবন্তীকা,
ভেবে দেখেছো কি?
আমি কেমন আছি, কেমন
করে
আমার প্রতিটা সময় যায়
আমার প্রতিটা
ন্যানোসেকেন্ড
তোমার ঐ হাসিমাখা
মুখের
কল্পনায় মুখরিত।
সকল ব্যস্ততা তোমাকে
খোজার
কাজে ব্যয়িত।


অবন্তীকা,
আমার মনটা নিয়ে
তোমার কি কাজ বলো
চুরি করে নিয়ে চলে গেলে
আমার মনটা,
রেখে গেলে শুধু অচল দেহটা
ভেবে দেখ,
আমি কি এখন?
মন ছাড়া কি কাউকে মানুষ
বলে
আমার মনতো তোমার কাছে
জিম্মি
দিয়ে যাও, আমি বড় অসহায়।


অবন্তীকা,
ভেবো না ভুলে যাব
চলে গিয়েছো দেখে খুজবো
না
তোমাকে না পেলে আমি
কি বাঁচবো?
তাই খুজবো তোমাকে
ততদিন
যতদিন দেহকে বাচিয়ে
রাখবো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রানাকবি ১১/০২/২০১৬
    সমুদ্রসম ভালবাসা
  • দ্বীপ সরকার ০৯/০২/২০১৬
    সুন্দর।
  • সুন্দর ছন্দে এক মনোগ্রাহী লেখা।
  • মাহাবুব ০৮/০২/২০১৬
    ভালো তবেঁ আরো ভালোর আশায় রইলাম।
    শুভকামনা...
    • রানাকবি ১১/০২/২০১৬
      দোঁয়া করেন আপনাদের মনের ক্যানভাসে যেন আমার নামটি লিখতে পারি
  • নির্ঝর ০৮/০২/২০১৬
    অনেক ভাল
  • সালাম আলী আহসান ০৮/০২/২০১৬
    বেশী বেশী কবিতা পড়ুন। লেখার উন্নতি হবে।
  • খুজবো = খুঁজবো
    বাচিয়ে = বাঁচিয়ে
    ভালো লাগলো॥ শুভ কামনা রইলো॥
  • তারুণ্যে স্বাগত
 
Quantcast