মনের ক্যানভাস
মনের ক্যানভাসে
এস এইচ রানা
==============
শিল্পি না হয়েও এঁকে ফেললাম
একটি ছবি, মনের ক্যানভাসে।
একটি মলিন মুখের মুখরিত হাসি
দুটি চোখের নিস্পলক চাহনি
আর কপালের মধ্যখানে
লালটিপ।
কাজল-কালো ঘনো চুলে
বকুলের মালা ও একটি গোলাপ
কানদুটো যেন দুল-রাজ্যের রাজকন্যার
দুল দিয়ে সজ্জিত
পরনে তার রঙিন বেনারসি,
মেচিং সবকিছু।
অতঃপর নোলক দিয়ে
প্রদর্শিত সেই ছবি
মনের পর্দায়, মনের ক্যানভাসে
এস এইচ রানা
==============
শিল্পি না হয়েও এঁকে ফেললাম
একটি ছবি, মনের ক্যানভাসে।
একটি মলিন মুখের মুখরিত হাসি
দুটি চোখের নিস্পলক চাহনি
আর কপালের মধ্যখানে
লালটিপ।
কাজল-কালো ঘনো চুলে
বকুলের মালা ও একটি গোলাপ
কানদুটো যেন দুল-রাজ্যের রাজকন্যার
দুল দিয়ে সজ্জিত
পরনে তার রঙিন বেনারসি,
মেচিং সবকিছু।
অতঃপর নোলক দিয়ে
প্রদর্শিত সেই ছবি
মনের পর্দায়, মনের ক্যানভাসে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুব রাসেল ১৭/০২/২০১৬ভাল। আরো লিখুন।
-
গাজী তৌহিদ ১৭/০২/২০১৬মনের ক্যানভাসে ভালোই এঁকেছেন কবি সাহেব!