স্মরণিকার স্মরণে
আমার স্মরণিকার আজ এক নতুন জীবন,
নতুন পৃথিবী, নতুন দেশ।
নিত্যনতুনতার সঙ্গে মানিয়ে পা মিলিয়ে চলা।
সব কিছু নতুন হলেও তোমার ভালবাসা যে একই আছে স্মরণ-
তোমার ঐশ্বরিক ভালবাসায়, স্নেহ মমতায় সকলেই তৃপ্ত হবে,
তুমি সব মন জয়ে এক সুন্দর পৃথিবী আঁকবে।
যে পরশে শুষ্ক ফুলেও সজীবতার আনন্দ লাভ করে,
যে কণ্ঠে জগতের সকল কষ্ট দূর হয়ে যায়,
যার অশ্রুতে আকাশ কালো হয়ে দুঃখবারি বর্ষণ করে,
যার স্নেহে মাতৃ ভালবাসা অনুভূত হয়,
সেই তোমার হাতে তুমি তোমাদের অবিস্মরণীয় জগত গড়বে।
আমি এপার হতে শুধু সদা হাস্যময়ী মুখখানি দেখতেই থাকব।
স্মৃতির স্মরণে আজীবন তোমায় সমস্ত প্রেম দিয়ে আগলে রাখব।
নতুন পৃথিবী, নতুন দেশ।
নিত্যনতুনতার সঙ্গে মানিয়ে পা মিলিয়ে চলা।
সব কিছু নতুন হলেও তোমার ভালবাসা যে একই আছে স্মরণ-
তোমার ঐশ্বরিক ভালবাসায়, স্নেহ মমতায় সকলেই তৃপ্ত হবে,
তুমি সব মন জয়ে এক সুন্দর পৃথিবী আঁকবে।
যে পরশে শুষ্ক ফুলেও সজীবতার আনন্দ লাভ করে,
যে কণ্ঠে জগতের সকল কষ্ট দূর হয়ে যায়,
যার অশ্রুতে আকাশ কালো হয়ে দুঃখবারি বর্ষণ করে,
যার স্নেহে মাতৃ ভালবাসা অনুভূত হয়,
সেই তোমার হাতে তুমি তোমাদের অবিস্মরণীয় জগত গড়বে।
আমি এপার হতে শুধু সদা হাস্যময়ী মুখখানি দেখতেই থাকব।
স্মৃতির স্মরণে আজীবন তোমায় সমস্ত প্রেম দিয়ে আগলে রাখব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।